Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্রানাডার কাছে হেরে লিগ টেবিলে পিছিয়ে পড়ল বার্সেলোনা!

শনিবার লা লিগার ম্যাচে এরনেস্তোর ভালভেরদের দলকে ২-০ গোলে হারায় গ্রানাডা। এই জয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে দলটি। পাঁচ ম্যাচে ১০…

Avatar

শনিবার লা লিগার ম্যাচে এরনেস্তোর ভালভেরদের দলকে ২-০ গোলে হারায় গ্রানাডা। এই জয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে দলটি। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রানাডার অবস্থান ১ এ।

সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট কম নিয়ে সপ্তমস্থানে আছে বার্সেলোনা। গত ২৫ বছরের মধ্যে স্পেনের শীর্ষ লিগে এটা কাতালান ক্লাবটির সবচেয়ে বাজে শুরু। এর আগে কোচ ইয়োহান ক্রুইফের অধীনে ১৯৯৪-৯৫ মরশুমে লিগের প্রথম পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছিল বার্সেলোনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খেলা শুরু হওয়ার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় গ্রানাডা। খুব কাছ থেকে নিখুঁত হেডে জাল খুঁজে নেন নাইজেরিয়ান মিডফিল্ডার র‍্যামন আজিজ। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। আক্রমণে গতি বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামানো হয় মেসিকে। কিন্তু চলতি মরশুমে লা লিগায় নিজের প্রথম ম্যাচে দ্যুতি ছড়াতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। নৈপুণ্য দেখাতে পারেননি বদলি হিসেবে নামা আক্রমণভাগের তরুণ খেলোয়াড় আনসু ফাতিও।

৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গ্রানাডা। পেনাল্টি থেকে গোল করেন বদলি নামা উইঙ্গার আলভারো ভাদিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বাকি সময়েও আর কোনো গোল হয়নি। লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা সব ধরনের প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে গত সাত ম্যাচের মধ্যে একটিতেও জয় পেল না কাম্প ন্যুর ক্লাবটি।

About Author