ভারতে এই মুহূর্তে যে কয়টি বাইকের কোম্পানি নিজেদের জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো টিভিএস। টিভিএস কোম্পানির নতুন বাইক TVS Fiero 125 সম্প্রতি হয়েছে লঞ্চ। ১২৫ সি সি ইঞ্জিনের সাথে লঞ্চ হওয়া এই বাইক হিরো, হণ্ডা এবং বাজাজ পালসার এর মত বাইকের সাথে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। এই বাইকে আপনারা পাচ্ছেন দুর্দান্ত মাইলেজ এবং সলিড ডিজাইন। এই মুহূর্তে TVS কোম্পানিটি সব সময় তাদের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনা করছে। তাই কোম্পানি নিজের নতুন এই বাইক নিয়ে বেশ আশাবাদী বলা চলে। কোম্পানি আশা করছে এই একটি বাইক অন্যান্য কোম্পানির প্রত্যেকটি বাইককে মুহূর্তের মধ্যেই টেক্কা দেবে।
এই মুহূর্তে যখন সারা দেশে পেট্রোলের দাম উর্ধ্বমুখী, সেই জায়গায় দাঁড়িয়ে, এখন সকলেই চাইছেন যাতে বেশি মাইলেজ বিশিষ্ট বাইক তারা কিনতে পারেন। এই বাইকে ১২৫সিসি ইঞ্জিন যেহেতু রয়েছে, সেই কারণে এই বাইকের ডিমান্ড বেশি হবার পাশাপাশি মাইলেজ অনেকটা বেশি। বাজাজ থেকে শুরু করে হিরোর মত কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য এবং তাদের এন্ট্রি লেভেল বাইকগুলিকে মাইলেজের দিক থেকে টেক্কা দেওয়ার জন্যই TVS মটরস লঞ্চ করেছে তাদের নতুন বাইক FIERO 125।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বাইকে আপনারা পাবেন ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল, ফুয়েল ইনজেক্টটেড, থ্রি ভালভ ইঞ্জিন। এই বাইকে আপনারা পাচ্ছেন একটি Bs6 ইঞ্জিন যেটি ৭৫০০ আরপিএম গতিতে ১১.৩৮ পিএস পাওয়ার এবং ৬০০০ আরপিএম গতিতে ১১.২ নিউটন মিটার পাওয়ার জেনারেট করতে পারে। এছাড়াও এই বাইকে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পিড ট্রান্সমিশন গিয়ার বক্স।
এই মুহূর্তে ১২৫ সিসি সেগমেন্টে যেই সমস্ত বাইক রয়েছে, তাদের মধ্যে সবথেকে চর্চিত হয়ে উঠেছে এই বাইকটি। পালসার ১২৫ সিসি বাইকের এই মুহূর্তে প্রতি মাসে ৪০ থেকে ৪৫ হাজার ইউনিট বিক্রি হয়। এরপরে গ্ল্যামার এবং হোন্ডা শাইন এর মত বাইক রয়েছে তালিকায়। টিভিএস কোম্পানিটি মনে করছে, এই তালিকায় খুব সহজেই নিজের স্থান করে নেবে TVS FIERO 125।