Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাতে দু’চোখের পাতা এক করতে পারেন না ভিকি পত্নী ক্যাটরিনা, নিজের মুখেই ফাঁস করলেন কারণ

গতবছরের শেষের দিকে একেবারে গোপনে নিজেদের মতো করে রাজস্থানের বারওয়ারায় সমস্ত রীতি নিয়ম মেনে নিজেদের বিয়ের কাজ সম্পন্ন করেছিলেন তারা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল মিডিয়াতে।…

Avatar

গতবছরের শেষের দিকে একেবারে গোপনে নিজেদের মতো করে রাজস্থানের বারওয়ারায় সমস্ত রীতি নিয়ম মেনে নিজেদের বিয়ের কাজ সম্পন্ন করেছিলেন তারা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল মিডিয়াতে। তবে কোনরকম ভাবেই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে কোনরকম মন্তব্য কোনদিন করেননি তারা। একেবারে বিয়ের পরেই জোড়ে প্রকাশ্যে এসেছিলেন এই তারকা জুটি। বিয়ের পরেও তাদের নিয়ে চর্চা থামেনি মিডিয়াতে, বরং বেড়েছে। সম্প্রতি ভিকি পত্নী নিজের অকপট স্বীকারোক্তির সূত্র ধরেই চর্চিত মিডিয়ামহলে।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি শোনা গিয়েছে, খুব শীঘ্রই একটি কমেডি হরার ছবিতে দেখা মিলবে ক্যাটরিনা কাইফের। ভূতের ভয় মনে নিয়েও এই ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘ফোন ভুত’। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি ভূত নিয়েই অভিনেত্রীর অনুভূতি প্রকাশ্যে এসেছে সকলের।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

এই গোটা মনসা জগতের পাশাপাশি একটি আলাদা দুনিয়া রয়েছে যেখানে বাস করে ভূতেরা। এই কথা নিঃসন্দেহে বিশ্বাস করেন অভিনেত্রী। সেই জগৎ কিভাবে কাজ করে! তা অবশ্য জানেন না অভিনেত্রী, সেকথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। পাশাপাশি তার কথা অনুযায়ী, রাতে যদি একবার ভুতের ছবি দেখে ফেলেন তাহলে গোটা রাত তার ঘুমাতে প্রচন্ড সমস্যা হয়। এমনকি তিনিও জানিয়েছেন, ভূতের ছবির প্রভাব দু-তিনদিন পর্যন্ত থাকে তার উপর। নয় অনিদ্রায় কাটান সারারাত, আর তা না হলে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যান অভিনেত্রী। আপাতত অভিনেত্রীর ভূত নিয়ে এই অকপট স্বীকারোক্তিই সকলের সামনে এসেছে। এই মুহূর্তে গোটা নেটদুনিয়ার পাশাপাশি মিডিয়ামহলেও এই নিয়ে চর্চা তুঙ্গে।

এমনকি সেই স্বীকারোক্তিতে অভিনেত্রী এও জানিয়েছেন, নিজের জীবনের এমন একটা সময় পেরিয়ে এসেছেন যেখানে ঘরে টিভি না চললে কিংবা নাইট ল্যাম্প না জ্বললে ঘুমাতে পারতেন না অভিনেত্রী। ছবি দেখার ইচ্ছা থাকলে তাকে সবসময় ঘুমাতে যাওয়ার আগে হাসি-মজা মেশানো কোন ছবি একটি দেখতে হতো। তবে তার অভিনীত ‘ফোন ভুত’ শুধুমাত্র ভূতের ছবি নয়। ছবিতে রয়েছে হাসি-মজার পূর্ণ স্বাদ, একথা অবশ্য অভিনেত্রীর কথা থেকেই স্পষ্ট হয়েছে। এই ছবিতে ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। আগামী ৪’ঠা নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। অভিনেত্রীর অভিনীত ‘সূর্যবংশী’ বক্সঅফিসে এক বিপুল প্রভাব ফেলেছিল। এবার তার এই আসন্ন ছবি দর্শকমহলের পাশাপাশি ঠিক কতটা প্রভাব ফেলতে পারে বক্সঅফিসে! আপাতত সেটার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

About Author