Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dengue in Bengal: ৭ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭ হাজার জন, রোগের ভয়াবহতা দেখে চিন্তায় বিশেষজ্ঞরা

দীপাবলীর আগে বাংলার মানুষের কাছে নতুন ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১০৯৪ জন। এছাড়া গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে…

Avatar

দীপাবলীর আগে বাংলার মানুষের কাছে নতুন ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১০৯৪ জন। এছাড়া গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনার। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৬৮০ জন। পরিসংখ্যান দেখে এটা স্পষ্ট যে সময় যতই যাচ্ছে ততই আরও ভয়াবহ রূপ নিচ্ছে মশাবাহিত রোগ।গত বৃহস্পতিবার রাজ্যের ডেঙ্গির গতিপ্রকৃতির সামগ্রিক রিপোর্ট প্রকাশ হতেই সেই নিয়ে হইচই পড়ে যায়। এরপর শুক্রবার সামনে আসে স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরের রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী এই বছর এখনো পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। এছাড়াও বর্তমানে আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। চলতি বছরের প্রত্যেক সপ্তাহে যতজন আক্রান্ত হয়েছেন সেই তুলনায় এই ৪২ তম সপ্তাহে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যান্য সপ্তাহে যেমন আক্রান্ত ছিল তিন চার হাজার জন, সেই জায়গায় এই ৪২ তম সপ্তাহে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ছ হাজার জন।শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৬২৭ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ এবং হুগলি জেলা। কলকাতার পরিস্থিতি সম্প্রতি কিছুটা হলেও উন্নতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি ডেঙ্গির চোখরাঙানির অন্যতম কারণ। দক্ষিণবঙ্গ থেকে এখনও বর্ষা বিদায় নেয়নি এবং সেই জন্যই বিক্ষিপ্তভাবে বৃষ্টির জমা জলে ডেঙ্গির মশার বংশবিস্তার হচ্ছে রাজ্যজুড়ে।
About Author