Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Old Coin Sell: ২ টাকার পুরোনো কয়েন বিক্রি রাতারাতি হয়ে যান কোটিপতি, জানুন কিভাবে

টাকার চাহিদা আজকালকার দিনে প্রায় সকলের জীবনেই রয়েছে। তাইতো জীবনের ইঁদুর দৌড়ে প্রতিনিয়ত রেস করছে সকলেই। কোথাও থেকে কি করে উপার্জন করা যায় সেটা নিয়েই এই জগত চলছে। তবে আবার…

Avatar

টাকার চাহিদা আজকালকার দিনে প্রায় সকলের জীবনেই রয়েছে। তাইতো জীবনের ইঁদুর দৌড়ে প্রতিনিয়ত রেস করছে সকলেই। কোথাও থেকে কি করে উপার্জন করা যায় সেটা নিয়েই এই জগত চলছে। তবে আবার অনেকেই শখের জন্য বিভিন্ন পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করে রাখেন। কিন্তু এবার সেই জমানো টাকা দিয়েও করতে পারবেন উপার্জন। অনেকেই হয়তো জানেন না এই সমস্ত পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয়। চড়া দামে বিক্রি হয় ১ টাকা বা ২ টাকা বা ৫ টাকা বা ১০ টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন। একটা কারেন্সি নোট দিয়ে আপনি চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারেন। অনলাইন মাধ্যমে হয় এই নিলাম প্রক্রিয়া।

বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয়। আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লাখপতি বা কোটিপতি। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ। আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে, তাহলে কোনদিন তা ফেলে দেওয়ার চিন্তাও করবেন না। পুরনো ওই সমস্ত নোট একঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কি করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে ২ টাকার বিশেষ কিছু কয়েন আপনি ২ লাখ টাকায় বিক্রি করতে পারেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭ ও ২০০০ সালে প্রচলন করা ২ টাকার কয়েন ব্যাপক বিক্রি হয় অনলাইনে। এই কয়েনের বিশেষত্ব হলো এর সামনের পিঠে ভারতীয় পতাকা রয়েছে এবং পিছনের পিঠে গোটা ভারতের মানচিত্র আঁকা রয়েছে। এই বিশেষ ধরনের দুই টাকার কয়েন আপনার কাছে থাকলে আপনি রাতারাতি লাখপতি হয়ে যেতে পারেন।

কিন্তু কোথায় বিক্রি করবেন এই সমস্ত পুরনো কয়েন? Indiamart.com, CoinBazzar বা OLX এর মত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে আপনি এই সমস্ত পূরণ করেন বিক্রি করতে পারেন।

About Author