Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jeep India শীঘ্রই আনছে নতুন অত্যাধুনিক গাড়ি, জানুন নতুন গাড়ির দাম

Jeep India খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন একটি গাড়ি লঞ্চ করতে চলেছে। এই গাড়িতে যেমন আপনি পাবেন দারুন ফিচার তার সাথেই পাবেন দারুন মাইলেজ ও জবরদস্ত স্টাইলিশ ডিজাইন। হ্যাঁ,…

Avatar

Jeep India খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন একটি গাড়ি লঞ্চ করতে চলেছে। এই গাড়িতে যেমন আপনি পাবেন দারুন ফিচার তার সাথেই পাবেন দারুন মাইলেজ ও জবরদস্ত স্টাইলিশ ডিজাইন। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই JEEP তাদের পোর্টফোলিওতে যুক্ত করতে চলেছে একটি নতুন গাড়ি, যার নাম দেওয়া হয়েছে Grand Cherokee এর পঞ্চম এডিশন। এই গাড়িতে আপনারা পাবেন হাইটেক কিছু ফিচার এবং আরো কিছু অত্যাধুনিক ফিচার।

আপনাকে জানিয়ে রাখি, Jeep Grand Cherokee একটি ৫.৭-লিটার V8 ইঞ্জিন সহ আসছে। এই ইঞ্জিন ৩৫৭ bhp শক্তি এবং ৫২৮ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এছাড়াও এই গাড়ির একটি ২.০-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন অপশনও রয়েছে, যা ৩৭৫ bhp শক্তি এবং ৬৩৭ Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও, একটি ৩.৬-লিটার V6 পেট্রোল ইঞ্জিনও পাওয়া যায় যা ২৯৪ hp এবং ৩৪৮ Nm টর্ক উৎপন্ন করে। গাড়ির অভ্যন্তরীণ অংশে পুরোপুরি লেদার নির্মিত সজ্জাসামগ্রী রয়েছে এবং আছে একটি ১৯-স্পীকার সাউন্ড সিস্টেম যা গাড়ির অভ্যন্তরে প্রিমিয়াম অভিজ্ঞতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। ১০.২৫-ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর মতো বৈশিষ্ট্য রয়েছে এই ইনফোটেইনমেন্ট সিস্টেমে। তবে, শুধু সামনের যাত্রীরা নন, পিছনের যাত্রীদের জন্যও আছে এই একই সুবিধা।

About Author