Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১২ লক্ষ থেকে মন্ডল পরিবারের আয় বেড়ে আড়াই কোটি টাকা, শিক্ষিকা সুকন্যার আয় প্রায় কোটি টাকা

২০১৩ থেকে ২০২২ পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের রোজগার। আয়কর দপ্তরে অনুব্রত যে নথি জমা দিয়েছেন তা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। আয়কর…

Avatar

২০১৩ থেকে ২০২২ পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের রোজগার। আয়কর দপ্তরে অনুব্রত যে নথি জমা দিয়েছেন তা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। আয়কর দপ্তরে জমা দেওয়ার সেই হিসাব অনুসারে, ২০১৩-১৪ অর্থবর্ষে তার যা আয় ছিল তার প্রায় ১৯ গুন বৃদ্ধি পেয়েছে ২০২১-২২ অর্থবর্ষে। গরু পাচার মামলা তদন্ত করতে গিয়ে অনুব্রত মণ্ডলের যে আয়ের হিসাব পেয়েছেন তদন্তকারীরা, তাদের দেখা যাচ্ছে বর্তমানে অনুব্রত আয় প্রায় কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বছর বছর আয় বৃদ্ধি পেলেও ২০১৫-১৬ অর্থবছর থেকে অনুব্রত মণ্ডলের আয় বৃদ্ধি পেয়েছে মাত্রাতিরিক্ত ভাবে। সিবিআই এর দাবি ২০১৫ সাল থেকে এনামুল হক বীরভূম করিডোর দিয়ে গরু পাচার শুরু করেছিলেন।

আয়কর দপ্তরের দেওয়া হিসাব অনুসারে, ২০১৩-১৪ অর্থবর্ষে অনুব্রত মণ্ডলের রোজগার ছিল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৭ টাকা। অন্যদিকে ২০২১ ২২ অক্টোবর শেষে সেই রোজগার বেড়ে হয়েছে ১ কোটি ১ লক্ষ ৩ হাজার ৬৬৪ টাকা। ২০১৪-১৫ অর্থবর্ষে অনুব্রত মন্ডলের বাৎসরিক আয় ছিল ৬ লক্ষ ৮৫ হাজার ৬০৪ টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে রোজগার এক লাফে বের হয়ে গিয়েছিল ১৫ লক্ষ ২০ হাজার ৫৯ টাকা। এরপর থেকে প্রতিবছর উল্কার মত গতিতে বৃদ্ধি পেয়েছে অনুব্রত মন্ডলের রোজগার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের নয়, তার পাশাপাশি আয় বেড়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডলের। ২০১৩-১৪ সুকন্যা মন্ডলের বার্ষিক আয় ছিল ৩ লক্ষ ৯ হাজার ৩৯৯ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার বেড়ে হয়েছিল ১ কোটি ২৯ লক্ষ ৪৬ হাজার ৫৯৯ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে সেই আয় আরো বেড়ে হয় ১ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় একটু কমে হয়েছে ৯২ লক্ষ ৯৭ হাজার টাকা। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল খাতায়-কলমে একজন প্রাথমিক স্কুলের সহ-শিক্ষিকা হলেও, তার এত বেশি আয় কিন্তু রীতিমতো অস্বাভাবিক।

আয় বৃদ্ধি থেকে বাদ যাননি অনুব্রত মন্ডলের প্রয়াত স্ত্রী ছবি মন্ডল। আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ সালে তার রোজগার দেখানো হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ২৬০ টাকা। ২০১৬-১৭ সালে তা একলাফে বেড়ে হয় ৯৫ লক্ষ ৯৬ হাজার টাকা। মনে রাখা দরকার, ছবি মন্ডলের নির্দিষ্ট কোন পেশা ছিল না। ইনি ছিলেন গৃহবধূ। ২০১৩-১৪ অর্থবর্ষে সার্বিকভাবে মন্ডল পরিবারের সরকারি রোজগার ছিল, বছরে ১২ লক্ষ ৮৭ হাজার ৬৯৬ টাকা। নয় বছর পরে সেই পরিবারের আয় প্রায় ২০ গুন বৃদ্ধি পায়। সেই আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৫৫ লক্ষ ১৩ হাজার ২৩৪ টাকা।

About Author