Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪.৫ লক্ষ টাকার গাড়ি কিনে নিন মাত্র ১২ হাজার টাকায়, কালি পুজোর আগে Maruti Suzuki-র অফার ট্রাই করবেন নাকি?

বিগত কয়েক দশক ধরে ভারতীয় গাড়ির বাজারের শীর্ষে রয়েছে Maruti Suzuki। এই মুহূর্তে ভারতীয় বাজারে এই কোম্পানির বেশ কিছু গাড়ি রয়েছে, যেগুলি এই মুহূর্তে বিক্রির দিক থেকেও রয়েছে তালিকার শীর্ষে।…

Avatar

বিগত কয়েক দশক ধরে ভারতীয় গাড়ির বাজারের শীর্ষে রয়েছে Maruti Suzuki। এই মুহূর্তে ভারতীয় বাজারে এই কোম্পানির বেশ কিছু গাড়ি রয়েছে, যেগুলি এই মুহূর্তে বিক্রির দিক থেকেও রয়েছে তালিকার শীর্ষে। আজকে আমরা এরকমই একটি গাড়ির ব্যাপারে করব আলোচনা। এই গাড়িটিকে আপনি মাত্র ১২ হাজার টাকা দিয়েই করে নিতে পারেন আপন এবং নিয়ে যেতে পারেন নিজের বাড়িতে। আপনাদের জানিয়ে রাখি, Maruti Suzuki কোম্পানির এই গাড়িটির নাম হলো Maruti Celerio। কোম্পানির সব থেকে জনপ্রিয় এবং সবথেকে দমদার গাড়ি হিসেবে চিহ্নিত হয়ে থাকে Maruti Celerio। দারুন মাইলেজের পাশাপাশি এই গাড়ি আপনাকে দিয়ে থাকে বেস্ট ইন ক্লাস কিছু ফিচার। আপনাদের জানিয়ে রাখি, দামের দিক থেকেও কিন্তু এই গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় অত্যন্ত সস্তা। এই গাড়ির এক্স শোরুম প্রাইস মাত্র ৪.৫ লক্ষ টাকা।

আপনাদের জানিয়ে রাখি maruti suzuki কোম্পানির এই গাড়িটি নিজের ডিজাইন, পারফরমেন্স এবং মাইলেজ এর জন্য ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে বিগত কয়েক বছরে। আপনিও যদি এই পুজোর মরশুমে একটি Maruti Suzuki Celerio কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি এই গাড়ির একটি সাবস্ক্রিপশন প্ল্যান গ্রহণ করতে পারেন। এই প্ল্যান যদি আপনি গ্রহণ করেন তাহলে মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনি এই গাড়ি নিজের নামে করে নিতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আপনি যদি এই সাবস্ক্রিপশন প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আপনাকে প্রতিমাসে কোম্পানিকে ইএমআই হিসেবে ১২১৩৯ টাকা করে পেমেন্ট করতে হবে। তাহলেই এই গাড়ির মালিকানা আপনার নামে হয়ে যাবে। এই নতুন মারুতি সুজুকি সেলেরিও গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন বিএস৬ কম্প্লেন্ট ১.০ লিটার K10C পেট্রোল ইঞ্জিন যা ৬৫ এইচপি পাওয়ার এবং ১৯ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।

About Author