Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের চার মাস পরই যমজ সন্তানের ঝলক দেখালেন এই অভিনেত্রী

রণবীর কাপুরের সাথে বিয়ের কয়েক মাসের মধ্যেই নিজের মা হওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। যার রেশ জারি রয়েছে এখনো। তবে আলিয়া ভাটের পর সকলকে…

Avatar

রণবীর কাপুরের সাথে বিয়ের কয়েক মাসের মধ্যেই নিজের মা হওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। যার রেশ জারি রয়েছে এখনো। তবে আলিয়া ভাটের পর সকলকে চমকে দিয়ে বিয়ের চার মাসের মাথায় নিজেদের জমজ সন্তানের জন্ম দিলেন নয়নতারা। সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেই সকলকে সুখবর জানিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। আপাতত নয়নতারা ও বিগ্নেশ জুটি তুমুল চর্চিত মিডিয়াতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চার মাস আগে ৯’ই জুন সাত পাকে ঘুরেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও টলিউড অর্থাৎ দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্র পরিচালক বিগ্নেশ। তাদের বিয়ের প্রতিটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো তুমুল ভাইরাল হয়েছিল। মাঝে বেশ কয়েকবার বিদেশ ভ্রমনেও গিয়েছেন তারা। তার ঝলকও রয়েছে সোশ্যাল মিডিয়াতেই। দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্কের জন্য চর্চায় ছিলেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন নামিদামি সমস্ত তারকারাই। সোশ্যাল মিডিয়াতেই তার একাধিক ঝলক মিলেছে।

চেন্নাইতেই নিজেদের দুই যমজ সন্তানের জন্ম দিলেন নয়নতারা ও বিগ্নেশ জুটি। সোশ্যাল মিডিয়ার পাতায় তার একাধিক ছবি শেয়ার করেই সকলকে সুখবর জানিয়েছেন এই জুটি। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে এই দুই তারকাকে তাদের দুই সন্তানের পা নিয়ে খেলা করতে দেখা গিয়েছে। উল্লেখ্য তাদের দুই সন্তানের নাম উইরো ও উলগাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই তারকা জুটির আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। সেকথা অবশ্য শেয়ার করা ছবির ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে। পাশাপাশি ছবি শেয়ার করার মাধ্যমেই নয়নতারা নিজের দুই সন্তানের পাশাপাশি বিগ্নেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন প্রকাশ্যে, যা পছন্দ করেছেন তাদের ভক্তরাও। তারকা থেকে সাধারণ সকলেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত নিজেদের দুই সন্তানের সূত্র ধরেই নেটদুনিয়ার পাশাপাশি মিডিয়াতেও তুমুল চর্চিত রয়েছেন এই দক্ষিণী তারকা জুটি।

About Author