Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরে লুকিয়ে থাকা স্বাস্থ্য সমস্যার আগাম ইঙ্গিত মেলে ঠোঁটের রঙে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : জানেন কি, ঠোঁটের রঙ দেখে স্বাস্থ্যের হাল-হকিকত সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব? চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক ঠিক যেমন চোখ দেখে বলে দেয় শরীর স্বাস্থ্যের…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : জানেন কি, ঠোঁটের রঙ দেখে স্বাস্থ্যের হাল-হকিকত সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব? চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক ঠিক যেমন চোখ দেখে বলে দেয় শরীর স্বাস্থ্যের হালহকিকত, তেমনই ঠোঁটের রঙ দেখেও বলে দেওয়া যায় শরীরের ভিতরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা! জেনে নিন কোন রঙের ঠোঁট কোন শারীরিক সমস্যার লক্ষণ।

১. গোলাপি ঠোঁটঃ গোলাপি রঙের ঠোঁট দেখতে খুবই সুন্দর। গোলাপি রঙের ঠোঁট শুধু দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. গাড় লাল বা কালচে ঠোঁটঃ আপনার যদি হজমের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ঠোঁটের রঙ গাড় লাল বা কালচে হয়ে যায়। তাই এরকম দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

৩. সাদা বা ফ্যাকাশে ঠোঁটঃ ঠোঁটের রঙ যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সে ক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। তাই এমন দেখলে চিকিৎসকের পরামর্শ নিন শীঘ্রই।

৪. ফিকে বেগুনি বা সবুজ রঙের ঠোঁটঃ যদি ঠোঁটের রঙ ফিকে বেগুনি বা সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে হার্টে বা ফুসফুসের কোনও সমস্যার সৃষ্টি হয়েছে। যদি এমন হয়, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

৫. গাঢ় লাল ঠোঁটঃ লিভার, প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও একই জিনিস দেখা যায়।

৬. ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপঃ যদি ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ দেখেন তাহলে বুঝবেন শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব আছে। তাই এমন দেখলে বিভিন্ন পুষ্টিকর খাবার নিয়মিত খান।

About Author