Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৯৫ বছর বয়সী বৃদ্ধা গাইলেন অসাধারন গান, প্রতিভা শুনলে রীতিমতো চমকে যাবেন, দেখুন সেই ভিডিও

কৌশিক পোল্ল্যে: প্রতিভা হার মানায় বয়সকে। প্রতিভা এমন একটি জিনিস যা কখনোই লুকিয়ে রাখা সম্ভব নয়, কোনো না কোনোভাবে সুপ্ত প্রতিভা প্রকাশ্যে চলেই আসে। আর আজকের আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রতিভা হার মানায় বয়সকে। প্রতিভা এমন একটি জিনিস যা কখনোই লুকিয়ে রাখা সম্ভব নয়, কোনো না কোনোভাবে সুপ্ত প্রতিভা প্রকাশ্যে চলেই আসে। আর আজকের আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয়েছে।

খুদে থেকে বৃদ্ধ সকলেই অসাধারন কীর্তিকলাপ দেখিয়ে ভাইরাল হচ্ছেন শেয়ারের দৌড়ে। নেটিজেনদের প্রশংসা ও ভালোবাসায় বাড়ছে তাদের মনোবল, বেড়িয়ে আসছে নতুন খসড়া যা দেখে রীতিমতো চমকে যেতে হয়। সেইরকমই একটি ভিডিও আবারো প্রকাশ্যে এল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মা ও মেয়ের অনবদ্য যুগলবন্দি, নাচেই মুগ্ধ সোশ্যাল মিডিয়া

বয়সে তিনি ৯৫ এর কোটা পার করেছেন। তবু গান শোনবার সদিচ্ছা তার মধ্যে বর্তমান, সেই অনুরোধ রেখেই তার ছেলে রেকর্ড করলেন মায়ের গানের ভিডিও। ঝুনু মল্লিক নামক সেই জনৈক ব্যক্তি তার মায়ের ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ারও করেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বয়সভারের প্রতিকুলতাকে সরিয়ে রেখে ছড়ার ছলে গান গাইছেন ৯৫ বছর বয়সী বৃদ্ধা।

ভিডিয়ো দেখে সকলেই কুর্নিশ জানিয়েছেন বৃদ্ধার সাহসকে। তিনিই সকলের অনুপ্রেরনা। আমরা অনেকেই অল্পবয়সী হয়েও সহজে হাল ছেড়ে দিই বহু কাজে, তাদের সকলের জন্য ইনি একজন প্রকৃষ্ট উদাহরন এইকথাই বারংবার উঠে আসছে কমেন্টবক্সে। সকলেই বৃদ্ধার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। ভিডিওটি দেখে নিতে নীচের বিশেষ পোস্টটিতে চোখ রাখুন।

About Author