Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

8th Pay Commission: বড় আপডেট! নতুন বেতন কমিশন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, নতুন বছরে সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মচারীরা

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই তাদের জন্য একটা নতুন সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সপ্তম পে কমিশনের পর এবারে অষ্টম পে…

Avatar

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই তাদের জন্য একটা নতুন সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সপ্তম পে কমিশনের পর এবারে অষ্টম পে কমিশন আসতে পারে। নতুন বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা এবং মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই নতুন ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে কর্মচারী এবং পেনশনভোগীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এই অষ্টম বেতন কমিশন নিয়ে। এক মাসে টানা দ্বিতীয় বারের মতো সরকারি কর্মচারীরা দাবি করছেন বেতন কমিশনের বিষয়ে সরকারকে নিজের পরিস্থিতি স্পষ্ট করতে হবে। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে বড়সড় বৃদ্ধি দেখা যেতে পারে। এতদিন অষ্টম বেতন কমিশন আসবে না বলেই জানা যাচ্ছিল। তবে এবারে ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে। বেতন কমিশনের প্রস্তুতি চলছে বলে খবর। যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয়নি। সরকার এই দিকে নজর দিচ্ছে বলে সরকারি সূত্রের খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি সূত্র মারফত জানা যায়, তাহলে ২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবং সেই কারণেই কর্মীদের অষ্টম বেতন কমিশন উপহার দিতে পারে সরকার। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে কর্মচারীরা দারুণ সুবিধা পেতে চলেছেন। সরকার পে কমিশনের জন্য কোন প্যানেল গঠনের প্রয়োজন হবে না বলেই মনে করছে। বরং বেতন কমিশনের মধ্যে বেতন সংশোধনের একটা নতুন ফর্মুলা আনতে চলেছে সরকার। এই নিয়ে এখন বিবেচনা চলছে। সূত্রের খবর, আগামী দেড় বছরের মধ্যে এই অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে আরো অনেক কিছুই পরিবর্তন হবে অষ্টম বেতন কমিশনে।

এবার প্রশ্নটা হল বেতন কত টাকা বাড়বে। সপ্তম বেতন কমিশনের তুলনায় অষ্টম বেতন কমিশনে কর্মীদের জন্য বেতন অনেকটা বাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে কর্মচারীদের বেতনের সবথেকে বড় উল্লম্ফন হবে এই অষ্টম বেতন কমিশনে। কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ গুণ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কর্মীদের মূল বেতন ৪৪.৪৪ শতাংশ বৃদ্ধি পাবে.

About Author