পূর্ব বর্ধমান জেলাতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যে কজন আক্রান্ত হয়েছেন তারা প্রত্যেকেই বাইরের রাজ্য থেকে এসেছেন। এই জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫-এ পৌঁছেছে। যে আটজন নতুন করে আক্রান্ত হয়েছেন তাফের মধ্যে কালনায় তিন জন, মেমরিতে দুই জন, আর মাধবডিহি, বর্ধমান ও ভাতারে এক জন করে আক্রান্ত হয়েছেন।
পূর্ব বর্ধমানে প্রতিদিনই করোনা আক্রান্তের হদিস মিলছে। তাই জেলা প্রশাসন প্রতিদিনই নিত্যনতুন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করছে। আর কয়েকদিনে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক এই জেলাতে। ফিরবেন। তাই আরও আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে যে সব পরিযায়ী শ্রমিকদের করোনা পজিটিভ আসছে, তাদের কোনোরকম উপসর্গ পাওয়া যাচ্ছে না। ফলে আশঙ্কা আরও বাড়ছে। রিপোর্ট না আসা পর্যন্ত শ্রমিকরা কোয়ারেন্টিনে থাকছে। কিন্তু ততদিন তারা অন্যের সংস্পর্শে আসছেন। ফলে সংক্রমণ আরও বাড়ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রথম দফা লকডাউনের আগে পূর্ব বর্ধমানে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১ জন। আর তারপর সেটা বেড়ে এখন ৪৫-এ দাঁড়িয়েছে। যার মধ্যে ৩৫ জন ভিন রাজ্য থেকে এসেছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও কয়েক হাজার শ্রমিকের রিপোট আসেনি। ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া করোনা পরীক্ষাতে গতি আনার জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন।