Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এদিন DA উপহার পাবেন কেন্দ্রীয় কর্মীরা, বেতন কত বাড়বে হিসাব জেনে নিন – 7th Pay Commission

কেন্দ্রীয় সরকার নিজের এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছেন। মহার্ঘ ভাতার পরিমাণ ৪২ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৪৫ করতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা…

Avatar

কেন্দ্রীয় সরকার নিজের এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছেন। মহার্ঘ ভাতার পরিমাণ ৪২ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৪৫ করতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ৪৭ লক্ষ কর্মচারীসহ অফিসার ও ৬৯ লক্ষ্য পেনশনভোগীরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। খুব সম্ভবত সেপ্টেম্বর মাসেই দেশের প্রধানমন্ত্রী এই ভাতার ঘোষণা করতে পারেন।

খুব সম্ভবত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকার নিজেদের কর্মচারীদের ও পেনশনভোগীদের নিজেদের জীবন সুস্থভাবে অতিবাহিত করার জন্য যে পরিমাণ টাকা দিয়ে থাকেন, সেটিই মহার্ঘ ভাতা। আর সেই ভাতাই এখন ৪২ থেকে ৩ শতাংশ বেড়ে ৪৫ হওয়ার কথা চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সপ্তম বেতন কমিশন অনুযায়ীই এই ডিএ বাড়ানোর প্রক্রিয়া কার্যকর হবে। সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিংবা তারপরেই নিজেদের কর্মচারী, অফিসার ও পেনশনভোগীদের কথা মাথায় রেখেই এই ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কর্মীদের উপর চাপ রয়েছে বলেও জানা যাচ্ছে।

এআইসিপিআই-আইডাবলু অনুযায়ী, ডিএ ও ডিআর চলতি বছরের জুলাই থেকেই ৩ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। ১-লা জানুয়ারির পর ২৪-শে মার্চ ডিএ ৪ শতাংশ বৃদ্ধি হয়ে ৩৮ থেকে ৪২ শতাংশ হয়েছিল। এবার সেটিই ৩ শতাংশ বৃদ্ধি হয়ে ৪৫ শতাংশ হওয়ার কথা চলছে। উল্লেখ্য, কেন্দ্রের পর প্রতিটি রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকেও ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

About Author