কেন্দ্রীয় সরকার নিজের এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছেন। মহার্ঘ ভাতার পরিমাণ ৪২ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৪৫ করতে পারে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ৪৭ লক্ষ কর্মচারীসহ অফিসার ও ৬৯ লক্ষ্য পেনশনভোগীরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। খুব সম্ভবত সেপ্টেম্বর মাসেই দেশের প্রধানমন্ত্রী এই ভাতার ঘোষণা করতে পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখুব সম্ভবত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকার নিজেদের কর্মচারীদের ও পেনশনভোগীদের নিজেদের জীবন সুস্থভাবে অতিবাহিত করার জন্য যে পরিমাণ টাকা দিয়ে থাকেন, সেটিই মহার্ঘ ভাতা। আর সেই ভাতাই এখন ৪২ থেকে ৩ শতাংশ বেড়ে ৪৫ হওয়ার কথা চলছে।