কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুবার এই মহার্ঘ ভাতা সংশোধিত হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা গণনা করা হয় কাস্টমার পারচেস ইন্ডেক্স অনুসারে। শ্রম ব্যুরো প্রতিমাসে এই ডেটা প্রকাশ করে থাকে। সূত্রের খবর অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে হতে পারে ৪২.৩৭ শতাংশ। তাই এবারে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ এক ধাক্কায় বৃদ্ধি করতে পারে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকার ২৮ সেপ্টেম্বর শেষ DA বৃদ্ধির ঘোষণা করেছিল। এখন সূত্র মারফত এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে। এর ফলে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হতে পারে। DA-তে এই বৃদ্ধি ১লা জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমূল বেতনের ভিত্তিতে মহার্ঘ ভাতা গণনা করা হয় এবং প্রত্যেক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই টাকা পাবেন। উদাহরণস্বরূপ, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রতি মাসে যদি ২৫ হাজার ৫০০ টাকা বেসিক সেলারি পান, তাহলে এতদিন ৩৮ শতাংশের ভিত্তিতে তিনি ৯,৬৯০ টাকা পেতেন। কিন্তু সেটা যদি ৪২ শতাংশ হয়ে যায় তাহলে তিনি পেয়ে যাবেন ২৫,৫০০ × ৪২% = ১০,৭১০ টাকা। ফলে এক লাফে বর্তমান পরিমাণ থেকে ১,০২০ টাকা বৃদ্ধি পেয়ে যাবে বেতন।