এক বছরের মধ্যেই ছত্রিশগড় এবং রাজস্থানে হতে চলেছে একসাথে বিধানসভা নির্বাচন। রাজ্যগুলি ও তাদের কর্মীদের জন্য বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ছত্রিশগড় সরকার তার কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে রাজস্থান সরকার পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে তার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯৬ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪১২ শতাংশ করে দিয়েছে। ফলে রাজস্থানের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এখন সময়টা খুব ভালো চলছে।
ছত্রিশগড়ে মহার্ঘ ভাতা ৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে রাজ্যের কোষাগার থেকে প্রায় এক হাজার কোটি টাকা বেশি খরচ হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে ৩.৮০ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। ২০২২ সালের অক্টোবর মাসে ছত্রিশগড় সরকার মহার্ঘ ভাতা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশ করে দিয়েছিল। তারপরেই রাজস্থান সরকারও এই একই সিদ্ধান্ত নিল। ২০২৩ সালে জানুয়ারি থেকে বেশি মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। আগে এই ভাতা ছিল ৩৯৬ শতাংশ। তবে, এবারে মহার্ঘ ভাতা হবে ৪১২ শতাংশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর সাথে সাথেই মধ্যপ্রদেশ সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে ৪ শতাংশ। এখন থেকে এই রাজ্যে মহার্ঘভাতা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই হয়ে গেছে। ওড়িশা সরকার তাদের কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে।এই রাজ্য সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছে যার ফলে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ হয়েছে। বর্ধিত এই মহার্ঘ ভাতা ২০২৩ সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।