Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সপ্তম বেতন কমিশনের আপডেট, DA-এর পাশাপাশি TA-তেও বাম্পার বৃদ্ধি হবে, আপডেট জানুন

আগামী মাসের কেন্দ্রীয় কর্মীদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ এই মাসে তারা সর্বাত্মক সুবিধা পেতে চলেছেন। মহার্ঘ ভাতা তাদের জন্য ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ মহার্ঘভাতা প্রথমেই পৌঁছে যাবে…

Avatar

আগামী মাসের কেন্দ্রীয় কর্মীদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ এই মাসে তারা সর্বাত্মক সুবিধা পেতে চলেছেন। মহার্ঘ ভাতা তাদের জন্য ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ মহার্ঘভাতা প্রথমেই পৌঁছে যাবে ৫০ শতাংশে। বছরের প্রথমার্ধেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন অনেকগুলি ঘোষণা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যাশা অনেকটা বেশি। মহার্ঘ ভাতা ছাড়াও এখন সব থেকে বড় ঘোষণা হতে পারে ভ্রমণ ভাতা সংক্রান্ত। মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ভ্রমণ ভাতা অনুমোদন করতে পারে। এরপরে অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে।

সবার আগে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে। ২০২৪ সালের মার্চ মাসের সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া যাবে এই ভাতার জন্য। জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এআইসিপিআই সূচক নম্বরগুলি নিশ্চিত করেছে কেন্দ্রীয় কর্মচারীরা ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এর আগে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়া যেত। তবে এবারে চার শতাংশ বৃদ্ধি হবার ফলে মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫০ শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কর্মচারীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হবে ভ্রমণ ভাতা। মহার্ঘ ভাতার পাশাপাশি এবারে ভ্রমণ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়তনের পে ব্যান্ডের সাথে ভ্রমণ ভাতা একত্রিত করে একসাথে মহার্ঘ ভাতা গণনা করা হতে পারে। উন্নত শহরগুলিতে ১ ও ২ গ্রেডের জন্য ভ্রমণ ভাতা ১৮০০ টাকা এবং ১৯০০ টাকা হবে। অন্যদিকে তিন এবং চার নম্বর গ্রেডের কর্মীদের জন্য ৩৬০০ টাকা এবং তার সাথে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। অন্য শহর গুলিতে এই হার হবে ১৮০০ টাকা

About Author