আর মাত্র কয়েকদিনে পরেই সারা ভারতে পালিত হবে আলোর উৎসব ‘দীপাবলি’। তারই প্রাক্কালে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দীপাবলি’র উপহার নিয়ে হাজির হলো মোদি সরকার। একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে মোদি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। তবে, শুধু কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা নয়, পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও এই একই নিয়ম কার্যকরী হচ্ছে বলে জানা যাচ্ছে। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ভারতের একটি রাজ্যের রাজ্য সরকারও কিন্তু তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, কোন রাজ্যের সরকার এই ঘোষণা করেছেন তা কি আপনারা জানেন?
আপনাদের জানিয়ে রাখি, সেই রাজ্যটি হল কর্ণাটক। সম্প্রতি, কর্ণাটকের বাসবরাজ বোম্মাই সরকারের তরফ থেকে একটি নয়া নির্দেশিকা জারি করে কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শুক্রবার রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছেন। আপাতত কর্নাটক সরকারের কর্মচারীরা মূল বেতনের উপর ২৭.২৫ শতাংশ মহার্ঘ ভাতা উপভোগ করে থাকেন। ৩.৭৫ শতাংশ বৃদ্ধির পরে এই মহার্ঘ ভাতা ৩১ শতাংশ হয়ে দাঁড়াবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্ণাটকের বর্তমান রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা লাভবান হতে চলেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কার্যালয় টুইট করে জানিয়েছে, ১ জুলাই ২০২২ থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। তবে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্ণাটক রাজ্য সরকারের কোষাগারের বেশ খানিকটা চাপ বাড়বে। কর্ণাটকের অর্থ দপ্তরের একটি পরিসংখ্যান অনুযায়ী, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্ণাটকের অর্থভাণ্ডার থেকে খরচ হবে অতিরিক্ত ১,২৮২.৭২ কোটি টাকা, যার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা খুশি হলেও, চাপে পড়বে রাজ্যের কোষাগার।