আজ ৭ই এপ্রিল, মঙ্গলবার। জানুন রাশি অনুযায়ী কেমন কাটবে আজকের দিন।
মেষঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ শত্রুতার কারণে ক্ষতির আশঙ্কা দেখা যেতে পারে। সাবধানে থাকুন।
মিথুনঃ আজ আপনার জন্য ভালো যাবে। বিরাগ ভাজনের সম্ভাবনা রয়েছে।
কর্কটঃ আজ আপনি কোনো আনন্দ সংবাদ পেতে পারেন। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
সিংহঃ আজ জীবনে আশার সঞ্চার ঘটতে পারে। নতুন করে শুরু করার কথা ভাববেন।
কন্যাঃ আজকের দিনটি আপনার খুবই ভালো যাবে। কোনো সুসংবাদ পেতে পারেন।
তুলাঃ আজ আপনার গুনীজনসঙ্গ লাভ হতে পারে। ভালো কাটবে আজকের দিন।
বৃশ্চিকঃ কিছু বিশেষ অনুদান লাভ করতে পারেন আজ। সঠিক কাজে ব্যবহার করুন।
ধনুঃ আজ আপনার জীবনে শুভযোগ দেখা দেবে। ভালো থাকার আশা খুঁজে পাবেন।
মকরঃ হৃদরোগে কষ্ট পেতে পারেন। শরীরের প্রতি যত্নশীল হওয়া জরুরি।
কুম্ভঃ আজ আপনার ভোগবিলাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন।
মীনঃ আজ নিজের কোনো কাজে স্ত্রীর সহযোগিতা লাভ করতে পারেন ফলে সহজেই তা সফল হবে।