Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“রাজ্যে ৭২ হাজার কোটির বিনিয়োগ ও ৩ লাখের কর্মসংস্থান হবে”, নেতাজি ইন্ডোরে মন্তব্য মমতার

বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত। আর কিছুদিন বাদেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে। শেষ মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভোট প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এই মুহূর্তে রাজ্যের…

Avatar

বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত। আর কিছুদিন বাদেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে। শেষ মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভোট প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এই মুহূর্তে রাজ্যের শাসক দল তাদের জয় অব্যাহত রাখতে পূর্ণ উদ্যমে কাজ করছে। আর দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সেই অনুষ্ঠান থেকে জানিয়েছেন, “আগামী দিনে শিল্প ও কর্মসংস্থানের গন্তব্য হয়ে দাঁড়াবে বাংলা।” অবশ্য মুখ্যমন্ত্রী কথার কটাক্ষ করতে ভোলেনি গেরুয়া শিবিরের নেতারা।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেছেন, “কিছুদিনের মধ্যে আমি মোট ৫৩ টি প্রকল্পের উদ্বোধন করেছে। জানেন কত কোটি টাকার প্রকল্পগুলি? জানেন না তো? শিল্প ও কর্মসংস্থানের মধ্যে একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে। শিল্প বাড়লে কর্মসংস্থান বাড়বে। পুরুলিয়ায় রঘুনাথপুরে তৈরি হয়েছে নতুন শিল্প নগরী। সেখানে ৬২ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। আজকে সব ক্লাবকে সাক্ষী রেখে মোট ৭২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হলো। এই এত প্রকল্পে রাজ্যের ৩ লাখ ২৯ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হতে পারে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, “বাংলা পৃথিবীর অন্যতম বিনিয়োগের গন্তব্যস্থল হয়ে উঠবে। একদিন যখন বলতাম বিশ্ববাংলা বিশ্বের মানচিত্রে নাম লেখাবে বাংলা। অনেকে ভাবত রাজনৈতিক কারণে আমি সব কথা বলি। কিন্তু তেমন না। আপনারা শুনলে অবাক হবেন যে আগামী ৫ বছরে রাজ্যে দেড় কোটি কর্মসংস্থান হতে পারে। এর আগে ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান দিয়েছে। রাজ্যের ৪০ শতাংশ দারিদ্রতা খুঁচিয়ে দিয়েছি আমি। তবে আবার ভাববেন না এটা আমার কথা। এসব কেন্দ্রের পরিসংখ্যান।”

অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, “সম্ভাব্য বিনিয়োগ বলে নতুন একটা শব্দবন্ধ আবিষ্কার করলেন মুখ্যমন্ত্রী। তিনি মন থেকে বলে দিলেন ৭২২০০ কোটি টাকা বিনিয়োগ হবে। কিন্তু তিনি দেখিয়ে দিলেন ৩ লাখ ২৮ হাজার কর্মসংস্থান হবে। সম্ভাব্য বিনিয়োগে পাকাপাকি কর্মসংস্থানের হিসাব ঠিক মেলে না। আসলে পুরো ব্যাপারটাই কাল্পনিক।”

About Author