Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোয় দারুন অফার, TATA-র এই গাড়িগুলিতে পেয়ে যান ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

বাঙালির দুর্গাপূজা চলে এসেছে এবং সামনে দিওয়ালি। এই পুজোর মরসুমে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের গাড়িতে বিশাল ডিসকাউন্টের ঘোষণা করেছে। চলতি বছরে করোনার জন্য বেশ কয়েক মাস অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলির ব্যবসায় অনেক…

Avatar

বাঙালির দুর্গাপূজা চলে এসেছে এবং সামনে দিওয়ালি। এই পুজোর মরসুমে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের গাড়িতে বিশাল ডিসকাউন্টের ঘোষণা করেছে। চলতি বছরে করোনার জন্য বেশ কয়েক মাস অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলির ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল। তাই পুজোর মরশুমে কোম্পানিগুলি ব্যবসা বাড়ানোর জন্য বেশি ছাড় দেয়ার কথা ভেবেছে। জনপ্রিয় Tata Motors কোম্পানিও তাদের বিভিন্ন মডেলে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। আসুন আজকের এই প্রতিবেদনে কোন মডেলগুলোতে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সেই সম্বন্ধে সবিস্তারে জেনে নিন:

১) Tata Tiago:
Tata Tiago কোম্পানির একটি এন্ট্রি লেভেল বাজেট গাড়ি। গাড়িটিতে ১.২ লিটার এর একটি পেট্রোল ইঞ্জিন আছে এবং সেটি ৮৬ PS পাওয়ার উৎপন্ন করে। গাড়িটি বর্তমানে কিনলে ৩০০০০ টাকা অব্দি লাভ করতে পারেন।। গাড়িটিতে বর্তমানে ১৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট ও সেই সাথে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যেতে পারেন। এছাড়াও কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে আরো ৫০০০ টাকা আপনি লাভ করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) Tata Nexon:
Tata Nexon কোম্পানির একটি অত্যাধুনিক এসইউভি গাড়ি। গাড়িটির ডিজেল ভেরিয়েন্ট কিনলে আপনি ২৫০০০ টাকা অব্দি ছাড় পেতে পারেন। এতে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ৫০০০ টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ১৫০০০ টাকা পাবেন। এছাড়া অতিরিক্ত ৫০০০ টাকার কর্পোরেট বোনাস পেতে পারেন।

৩) Tata Harrier:
Tata Harrier কোম্পানির একটি শক্তিশালী ৫ সিটের এসইউভি গাড়ি। গাড়িটিতে ২.০ লিটারের একটি ডিজেল ইঞ্জিন আছে যা ১৭০ PS পাওয়ার উৎপন্ন করে। গাড়িটির কোন পেট্রোল ইঞ্জিন ভেরিয়েন্ট নেই। গাড়িটি বর্তমানে কিনলে আপনি ৬৫ হাজার টাকা অব্দি ডিসকাউন্ট পেতে পারেন। আপনি ক্যাশ ডিসকাউন্ট বাবদ ২৫ হাজার টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ৪০ হাজার টাকা পেয়ে যেতে পারেন।

৪) Tata Tigor:
Tata Tigor কোম্পানির একটি সাব কম্প্যাক্ট সেডান গাড়ি। গাড়িটিতে ১.২ লিটার এর একটি পেট্রোল ইঞ্জিন আছে এবং সেটি ৮৬ PS পাওয়ার উৎপন্ন করে। এই গাড়িটি কিনলে আপনি ৪০০০০ টাকা অব্দি লাভ করতে পারেন। গাড়িটিতে বর্তমানে ১৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট ও সেই সাথে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যেতে পারেন। এছাড়াও কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে আরো ১০০০০ টাকা আপনি লাভ করতে পারেন।

About Author
news-solid আরও পড়ুন