Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৮০০ কোটি টাকার ক্ষতি! ৬২ লাখ রেশন কার্ড বাতিল করল মমতা সরকার, নেই তো আপনার নাম?

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া…

Avatar

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। এইজন্য ইতিমধ্যেই ৬২ লাখ রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার।

এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন যে ভুয়ো রেশন কার্ডের জন্য রাজ্য সরকারের মোট ক্ষতির পরিমাণ পৌঁছে গিয়েছে বছরের প্রায় ১৮০০ কোটি টাকা। ৬২ লাখ ভুয়ো রেশন কার্ড বাতিল করার পর অনেকটাই সাশ্রয় হয়েছে। প্রতি মাসে বর্তমানে ৯০ কোটি টাকা করে সাশ্রয় করছে রাজ্য সরকার। সমস্ত ভুয়ো রেশন কার্ড বাতিল করা সম্ভব হলে প্রতি মাসে রাজ্য সরকারের সাশ্রয় ভাবে ১৫০ কোটি টাকা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে রাজ্যে বর্তমানে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভুয়ো রেশন কার্ডের মাধ্যমেই ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বাইরে পাচার করা হয়। তাই বর্তমানে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে মমতা সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই ভুয়ো রেশন কার্ড বাতিল করে দেয়া শুরু করেছে রাজ্য সরকার। যে সকল রেশন কার্ডগুলিকে বাতিল করা হচ্ছে সেগুলিকে খাদ্য দপ্তরের ওয়েবসাইটে লাল রঙে চিহ্নিত করা হচ্ছে। এই লাল রং চিহ্নিত অর্থাৎ বাতিল কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে আর খাদ্যদ্রব্য সংগ্রহ করা যাবে না। তবে একদিকে যেমন ভুয়ো রেশন কার্ড বাতিল হচ্ছে ঠিক অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কার্ডও। রাজ্যে বর্তমানে নতুন করে প্রায় ৪০ লাখ রেশন কার্ড তৈরি হয়েছে।

About Author