আগামী এপ্রিল থেকেই শুরু হবে এনপিআর প্রক্রিয়া। শুক্রবার দিল্লি বিধানসভায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এবং এনপিআর প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রের নয়া আইন সিএএ, এনআরসি সহ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ অবিরত চলছে দেশে। আইনের বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদের নামে চলেছে সরকারি সম্পত্তি ভাঙচুর। যার ফলে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।
এরই মধ্যে দেশে আগামী এপ্রিল থেকে শুরু হবে এনপিআরএর কাজ। দিল্লির মুখ্যমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, এনপিআরে যে জন্মের তারিখ চাওয়া হয়েছে সেই বিষয়ে তার নিজের জন্ম নথিপত্র নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বিধায়কদের মধ্যে ৭০ জন বিধায়ককে জন্মের নথিপত্র সম্পর্কে জিগ্যেস করলে তার মধ্যে ৬১ জন জানায় তাদের বার্থ সাটিফিকেট নেই। এরপর অরবিন্দ কেজরিওয়াল বলেন, তার পরিবারের অনেকেরই বেশ কয়েকটি নথিপত্র নেই। কিন্তু তিনি আশংকা প্রকাশ করেছেন, কেন্দ্র সরকার কি তাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন! এরপর তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, তার রাজ্যে তিনি এনপিআর প্রক্রিয়া কার্যকর করবেন না। এরপর অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের মন্ত্রীদের চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আপনারা কাগজ দেখান।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ব্যক্তির কাছে যা নথি আছে তাই দিলেই চলবে। কোনো কাগজ দেওয়া বাধ্যতামূলক নয়। জনগণনার সময় যেসব নথি থাকবে সেই ঘর গুলি ফাঁকা রাখলেও চলবে। তবে এনপিআর প্রক্রিয়ার সাথে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, মানুষ আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড দিলেও প্যান কার্ডের নমুনা দিতে তারা রাজি নন। যার ফলে প্যান কার্ডের অপশন ফর্মে বাতিল করা হয়েছে।