নিউজরাজ্য

ঠাঁই হয়নি গ্রামে, তাই নৌকাতেই সেল্ফ-কোয়ারেন্টিন ৬০ বছরের বৃদ্ধের

Advertisement

করোনা সংক্রমণের আশঙ্কায় এক বৃদ্ধের ঠাঁই হল নৌকায়। বৃদ্ধের নাম নিরঞ্জন হালদার, বয়স ৬০। তিনি কয়েকদিন আগে তাঁর নিজের বাড়ি নদীয়া জেলার নবদ্বীপ থেকে যান মালদহ জেলার ডোবাপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। আত্মীয়ের বাড়ি যাবার পর তিনি সর্দি-কাশি ও জ্বরে অসুস্থ হন, তারপর চিকিৎসকের কাছে গেলে তাঁকে চিকিৎসকরা ১৪ দিনের জন্য হোম-কোয়ারেন্টিনে থাকতে বলেন।

কিন্তু এরপর দেশজুড়ে লকডাউন জারি হবার জন্য তিনি বাড়িতে যেতে পারেন না, আর আত্মীয়ের বাড়িতেও তাঁকে আলাদা করে রাখার মতো সেরকম ঘরের ব্যবস্থা নেই। তার উপর গ্রামের লোকেরা করোনা সন্দেহে তাঁকে গ্রামে থাকতে দেবে না। তাই শেষপর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনি গত ৪ দিন ধরে নৌকাতেই থাকছেন। সেখানেই তিনি সেল্ফ-কোয়ারেন্টিন মানছেন।

তাঁর খাবার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। তাঁকে নৌকাতেই খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি বলেছেন যে চিকিৎসকরা তাঁকে ১৪ দিন আলাদা থাকতে বলেছেন। কিন্তু গ্রামের লোকেরা থাকতে দেয়নি। তাই তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়ে নৌকাতেই আলাদা থাকার ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত, এর আগেও সাতজন যুবক বাইরে থেকে এসে করোনা সংক্রমণের ভয়ে গাছে আশ্রয় নিয়েছেন।

Related Articles

Back to top button