Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তুরস্কে ভয়াভয় ভূমিকম্প, নিহত ১৮ আহত কয়েকশো

শুক্রবার রাতে তুরস্ককে কাঁপানো ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত ও শতাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার উদ্ধারকারী দলগুলি ধ্বংসস্তুপের মাঝে আটকে থাকা লোকদের সন্ধানে কাজ শুরু…

Avatar

শুক্রবার রাতে তুরস্ককে কাঁপানো ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত ও শতাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার উদ্ধারকারী দলগুলি ধ্বংসস্তুপের মাঝে আটকে থাকা লোকদের সন্ধানে কাজ শুরু করে। এলাকায় ৬.৮ মাত্রার ভূমিকম্পের পরে কমপক্ষে ৩০ জন নিখোঁজ হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল পূর্ব প্রদেশ ইলাজিগের সিভ্রিসে অবস্থিত।

প্রদেশের রাজধানী ইলাজিগের বাসিন্দা মেলাহাট ক্যান নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি সংবাদসংস্থা এএফপি-কে ভয়াবহ ভূমিকম্পের কথা বলতে গিয়ে জানান, ‘এটা খুব ভয়ঙ্কর ছিল, আমাদের উপরে আসবাবপত্র পড়েছিল। আমরা বাইরে ছুটে এসেছি।’ এদিকে, রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগান সবাইকে আশ্বাস দিয়েছেন যে এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তার জন্য সরকারিভাবে সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি টুইটারে লেখেন, ‘আমরা আমাদের জনগণের পাশে আছি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি, চিঠি পাঠানো হল চার দোষীর বাড়িতে

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তুর্কি সরকারের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে (১৭:৫৫ জিএমটি) ভূমিকম্পটি সিভ্রিসে ছড়িয়ে পড়েছিল। আরও বলা হয়েছে যে, তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলি বাড়িঘর থেকে ছুটে আসা আতঙ্কিত মানুষগুলির ছবি উপস্থাপন করেছে।

এই সংবাদ ছড়িয়ে পড়ার পরে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস টুইটারে বলেন, ‘তুরস্কে বিধ্বস্ত ভূমিকম্পের পরে রাষ্ট্রপতি এরদোগান এবং তুর্কি জনগণের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। আমাদের অনুসন্ধান ও উদ্ধার দলগুলি সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।’ তার অফিস পরে জানায় যে, তিনি তুর্কি রাষ্ট্রপতির সাথেও কথা বলেছেন।

About Author