কলকাতানিউজরাজ্য

করোনা প্রকোপে বাতিল ৫৬ লোকাল ট্রেন, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

৯৯ জন ট্রেনের চালক এবং গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন

Advertisement
Advertisement

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে করোনার প্রকোপ জাঁকিয়ে বসেছে। গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। প্রত্যেকদিন বর্তমানে ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এক কথায় বলতে গেলে দেশজুড়ে বিভীষিকাময় পরিস্থিতি চালু হয়েছে। এই মুহূর্তে গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত নড়ে গেছে। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫০১ জন। এরমধ্যে জানা গিয়েছে শিয়ালদহ রুটের ট্রেন চালক এবং গার্ড মিলিয়ে প্রায় ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাই বর্তমানে অনেক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

Advertisement
Advertisement

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের পক্ষে জানানো হয়েছে যে বর্তমানে বাংলার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিন ট্রেনের চালক এবং গার্ডেরা করার প্রকোপে পড়ছে। বর্তমানে ৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাই ৫৬ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে মেল বা এক্সপ্রেস ট্রেন পরিষেবার ওপর কোনো প্রভাব পড়বে না। এছাড়াও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোন লোকাল ট্রেন অফিস টাইমে বাতিল করেনি। যেই সময় লোক সংখ্যা কম থাকে সেই সময়কার ট্রেন বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের কোন অসুবিধা হবে না।

Advertisement

একনজরে বাতিল ট্রেনের তালিকা দেখে নিন:

Advertisement
Advertisement
  • ০৩১১৮ লালগোলা-কলকাতা
  • ০৩১৮৭ শিয়ালদহ – রামপুরহাট
  • ০৩১৮৮ রামপুরহাট – শিয়ালদহ
  • ০৩৪০১ ভাগলপুর – দানাপুর
  • ০৩৪০২ দানাপুর – ভাগলপুর
  • ০৩৫০২ আসানসোল- হলদিয়া
  • ০৩৫০১ হলদিয়া – আসানসোল
  • ০২০১৯ হাওড়া – রাঁচি
  • ০২০২১ রাঁচি – হাওড়া
  • ০২৩৩৯ হাওড়া – ধানবাদ
  • ০২৩৪০ ধানবাদ – হাওড়া
  • ০৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ
  • ০৩০২৮ আজিমগঞ্জ – হাওড়া
  • ০৩০৪৭ হাওড়া – রামপুরহাট
  • ০৩০৪৮ রামপুরহাট – হাওড়া
  • ০৩১১৭ কলকাতা-লালগোলা
Advertisement

Related Articles

Back to top button