৫ বছরের এই বাচ্চার এমন প্রয়াস দেখে আপ্লুত নেটিজেনরা ও সেখানকার সেনাবাহিনীরা। তাই ITBP-র পক্ষ থেকে সম্মানিত করা হয়। সেনার পোশাক দেওয়া হয় তাঁকে। এই পোশাক পেয়ে সে এতো খুশি হয়েছে যে আবার স্যালুট করেছে সকলকে। নেটিজেনরা মুগ্ধ হয়েছে এমন ভিডিও দেখে। সকলেই তাঁকে ভালোবাসা দিয়েছেন। অনেকে নিজের বাচ্চাদের সাজিয়ে রি-ট্যুইট করেছেন।Salute!Happy and inspiring again…Nawang Namgyal, the 5 years old student of LKG salutes Indo-Tibetan Border Police (ITBP) jawans near a border village in Ladakh. #Himveers pic.twitter.com/aoA30ifbnU
— ITBP (@ITBP_official) November 15, 2020
ভারতীয় সেনাবিহিনীকে ‘স্যালুট’ দিচ্ছে ৫ বছরের এক খুদে, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়
শিশুরা যাই করে তাই সুন্দর হয়ে ওঠে। সেরকমই এক ৫ বছর বয়সের বাচ্চা ছেলের এমন কান্ড দেখে অবাক দেশবাসী। তাঁর উচ্চতা হয়তো আড়াই থেকে তিন ফুট হবে। ওঁর নাম খুব…

আরও পড়ুন