Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিল্লি থেকে একাই বিমানে ফিরল ছোট্ট বিহান, ৩ মাস পর মায়ের সাথে দেখা

টানা ২ মাস লকডাউনে বন্ধ ছিল দেশের উড়ান পরিষেবা। সোমবার থেকে দেশে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আর আজকেই এক সুন্দর ছবি ধরা পড়ল দিল্লির বিমানবন্দরে। মাত্র ৫ বছরের বিহান…

Avatar

টানা ২ মাস লকডাউনে বন্ধ ছিল দেশের উড়ান পরিষেবা। সোমবার থেকে দেশে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আর আজকেই এক সুন্দর ছবি ধরা পড়ল দিল্লির বিমানবন্দরে। মাত্র ৫ বছরের বিহান শর্মা দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরল। তাও একা বিমানে চড়ে। ৩ মাস পর তার মায়ের সাথে দেখা হল। দিল্লিতে বোর্ডিং স্কুলে লকডাউনের জেরে সে আটকে পড়েছিল। তাই দীর্ঘদিন মায়ের সাথে তার দেখস হয়নি। ফোনেই চলত কথাবার্তা।

দিল্লির এক বোর্ডিং স্কুলে সে পড়াশুনা করত। গরমের ছুটিতে তার ফেরার কথা থাকলেও লকডাউনে সে আর ফিরতে পারেনি। তাই সোমবার থেকে দেশে বিমান পরিষেবা চালু হওয়াতে সোমবারই শোকসাল বেলায় বোর্ডিং কর্তৃপক্ষ বিহানকে দিল্লি থেকে বেঙ্গালুরুর বিমানে তুলে দেওয়া হয়। বিহানের পরনে ছিল হলুদ টি-শার্ট, নীল জিন্স, হলুদ রঙের মাস্ক ও হাতে নীল গ্লাভস। গলায় স্কুলের আইডি কার্ড ছিল ও হাতে ছিল ‘বিশেষ ক্যাটেগরি’ বোর্ড। বিহানকে দেখে মনেই হয়নি সে এক বিমানে করে ফিরেছে। স্মার্টলি বিমানবন্দর থেকে বেরিয়ে মায়ের সাথে ডেকে করেছে বিহান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মাকে এতদিন পর পেয়ে খুব খুশি হয়েছে বিহান। আর মায়ের তো ছেলেকে দেখে আনন্দের অন্ত নেই। ছেলে ভালো জায়গায় রয়েছে, কিন্তু তবুও মায়ের মনে চিন্তার শেষ ছিল না। কিন্তু আজ ছেলেকে পেয়ে সেই চিন্তার অবসান হয়েছে। বিহানকে জড়িয়ে এএনআই সবাদসংস্থাকে তিনি জানান, “আমার ৫ বছরের ছেলে বিহান একই দিল্লি থেকে বেঙ্গালুরু এসেছে। তিন মাস পর ফিরল সে।” মায়ের কথাতেই বোঝা গেছে তিনি কতটা খুশি হয়েছেন। এতদিনের অপেক্ষার অবসান হয়েছে আজ।

About Author