খেলাক্রিকেট

IPL 2022: পরিবর্তক ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেতে পারেন এই ৫ ভারতীয় ক্রিকেটার

Advertisement
Advertisement

আইপিএল ২০২২-এর মেগা আসরে দশটি ফ্র্যাঞ্চাইজি সর্বমোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করেছে। যার মধ্যে ২০৪ জন ক্রিকেটার কোনো-না-কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন। তবে মেগা নিলামে অংশ গ্রহণকারী অধিকাংশ ক্রিকেটার থেকে গেছে অবিক্রিত। সেই তালিকাটা বিশাল। এবার আইপিএলের আসরে পরিবর্তক ক্রিকেটার হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হতে পারেন ভারতীয় এই ৫ জন বিধ্বংসী ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক করা রয়েছে নেই তালিকায়-

Advertisement
Advertisement

৫. সৌরভ তিওয়ারি: ভারতীয় এই বাঁহাতি ব্যাটসম্যান গত কয়েক মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডের অংশ ছিলেন। আর যখনই খেলার সুযোগ পেতেন, তখনই তখনই বেশ ভালো পারফরম্যান্স করতেন। এক কথায় বলতে গেলে সুযোগের সৎ ব্যবহার করেছিলেন সৌরভ তিওয়ারি। তিনি ৭৪টি আইপিএল ইনিংসে ব্যাট করে ১,৪৯৪ রান সংগ্রহ করেছেন। আটটি অর্ধশতরান রয়েছে তাঁর নামে। তিওয়ারিরও আইপিএলের মেগা নিলামে অবিক্রিত হওয়া সত্ত্বেও, পরিবর্ত হিসেবে কোনও দলে যোগ দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে।

Advertisement

৪.রজত পতিদার: আইপিএল ২০২১-এ সর্বপ্রথম লাইমলাইটে এসেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে গত বার খেলেছিলেন তিনি। তবে এই বছর নিলামে তিনি অবিক্রিত রয়েছেন। যদিও গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ডানহাতি ব্যাটার ভালো খেলেছিলেন। তিনি কেরালার বিপক্ষে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পতিদারকেও পরিবর্ত হিসেবে দলে নেওয়া হতেও পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement

৩: শচীন বেবি: ইতিপূর্বে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন শচীন বেবি, তবে নজর কাড়তে পারেননি তিনি। ১৯টি আইপিএল ম্যাচ খেলে ১৪৪ রান করেন তিনি। রয়েছে দু’টি উইকেট। মেগা নিলামে তাঁর বেসপ্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। তার পরেও শচীন বেবি এবার অবিক্রিত। যেহেতু তাঁর আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই এই মরশুমের শেষের দিকে পরিবর্ত হিসেবে ফিরে আসতে পারেন ভারতীয় এই অলরাউন্ডার।

২.রোহন কদম: কর্ণাটকের তারকা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলছেন রোহন কদম। তবে মেগা নিলামে অবিক্রিত থাকতে হয়েছে তাকে। এখনো পর্যন্ত রোহন কদম ২৮টি-টোয়েন্টি ইনিংসে ৪১.০৮ গড়ে ১.০২৭ রান করেছেন। তিনি ন’টি অর্ধশত রান করেছেন। পাশাপাশি তিনি লেগ-স্পিন বোলিংও করতে পারেন। তাই দশটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি তাঁকে বদলি হিসেবে সই করার কথা ভাবতেই পারে।

১. সুরেশ রায়না: এই তালিকায় সবচেয়ে বড় নাম হিসেবে অবস্থান করছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। সুরেশ রায়না এখনও পর্যন্ত আইপিএলে ২০৫টি ম্যাচ খেলে ৫৫২৮ রান করেছেন। পাশাপাশি বল হাতে বিরোধী টিমের ঘুম ওড়াতে সক্ষম তিনি। তার দল না পাওয়াটা রীতিমতো আশ্চর্যকর ঘটনা বলে দাবি করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যেকোনো মুহূর্তে তিনি পরিবর্তক ক্রিকেটার হিসেবে সুযোগ পেতে পারেন আইপিএলের আসরে।

Advertisement

Related Articles

Back to top button