Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa: ব্যাপক জনপ্রিয় ‘পুষ্পা’, মারাত্মক ৫ ভুল করেও সুপারহিট আল্লু অর্জুনের সিনেমা

গোটা দেশ এখন পুষ্পা ক্রেজে মত্ত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা: দ্য রাইজিং স্টার'। দক্ষিণী সিনেমাটি ইতিমধ্যেই বক্সঅফিসে ৪০০ কোটির ব্যবসা করে ভারতের সর্বোচ্চ মুনাফাকারী…

Avatar

গোটা দেশ এখন পুষ্পা ক্রেজে মত্ত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজিং স্টার’। দক্ষিণী সিনেমাটি ইতিমধ্যেই বক্সঅফিসে ৪০০ কোটির ব্যবসা করে ভারতের সর্বোচ্চ মুনাফাকারী সিনেমা হয়ে উঠেছে। এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছে। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ সুপার ট্রেন্ডিং হয়ে উঠেছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার কেমিস্ট্রি ছিল দেখার মতো। পুষ্পা শো টাইমে সিনেমা হল থেকে দর্শকদের সিটির আওয়াজ সিনেমাটির জনপ্রিয়তাকে প্রমাণ করে দিয়েছে। তবে সব কিছুর মাঝেই দর্শকরা সিনেমার মধ্যে থাকা বেশ কিছু ভুল ধরতে পারেননি। সেগুলি জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর সিনেমার প্রথম অংশে দেখানো হয়েছে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চন্দনকাঠের মাফিয়া পুষ্পা একটি ট্রাক গর্তের মধ্যে ফেলে দিয়ে লুকিয়ে দেয়। সিনেমাটি দেখার সময় দৃশ্যটি অত্যন্ত ভালো লাগলেও বাস্তবতার দিক থেকে দৃশ্যটি বড়ই বেমানান। রাস্তার পাশে ওত বড় গর্তে একটি ট্রাক লুকিয়ে দিলেও পুলিশ খুঁজে পেল না, এমনটা বড়ই অবাস্তব। এছাড়া একটি অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে পুষ্পা চলন্ত ট্রাকের বনেটের উপর দিয়ে হাঁটছে। কিন্তু সেই ট্রাকের ভিতর কোনো চালক ছিল না। তাহলে প্রশ্নটা হল ওই ট্রাকটি চালাচ্ছিল কে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিনেমার মাঝামাঝি অংশে একটি জায়গায় দেখানো হয়েছে পুষ্পা পুলিশের হাত থেকে লাল চন্দনের কাঠ বাঁচানোর জন্য তা নদীর জলে ফেলে দিচ্ছে। দিব্যি সেই সমস্ত বহুমূল্যবান কাঠ জলে ভেসে চলে যাচ্ছে। কিন্তু, বাস্তবতা হল এই যে লালচন্দন এমন একটি কাঠ যার একটি ছোট টুকরোও জলের মধ্যে ডুবে যায়। তাহলে ওত বড় লালচন্দন গাছের গুঁড়ি কি করে জলে ভেসে গেল?

এছাড়া সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে পুষ্পা শ্রীনুর শ্যালক মোগলিসকে জলে ফেলে খুন করেছে এবং সেখান থেকেই জলে মোটরসাইকেল চালাতে শুরু করেছে। এখানে প্রশ্ন উঠছে নদীতে ভর্তি বড় বড় পাথরের মাঝে কি করে পুষ্পা মোটরসাইকেল চালাচ্ছিল? এছাড়া ছবির অন্য একটি দৃশ্যে দেখানো হয়েছে পুষ্পার বন্ধু কেশব গাড়ির দরজা অব্দি খুলতে জানে না। কিন্তু পরমুহুর্তে আবার একটি দৃশ্যে দেখানো হয়েছে কেশব লাল মারুতি গাড়ি চালাচ্ছে। যে সামান্য একটি গাড়ির দরজা খুলতে পারে না, তার পক্ষে কি এত তাড়াতাড়ি গাড়ি চালাতে পারা সম্ভব? মন দিয়ে সিনেমাটি দেখলেই এমন সব ভুল খুব সহজেই চোখে পড়ে যাচ্ছে।

About Author