Today Trending Newsদেশ

পুনের সেরাম ইনস্টিটিউটের আগুনে পুড়ে মৃত্যু ৫ জনের, ক্ষতি হয়নি কোভিশিল্ড ভ্যাকসিনের

বিল্ডিং এর ৬ তলা থেকে দমকল ৫ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে

Advertisement
Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই পুনের সেরাম ইনস্টিটিউটে (Serum Institute) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। এখন জানা যাচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৫ জনের। পুনের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, বিল্ডিং এর ৬ তলা থেকে দমকল ৫ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। তাদের পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। এই উদ্ধার কাজ দ্রুত করতে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে পুনের সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনাল গেটের লাগোয়া ভবনে আগুন লেগেছিল। মনে করা হচ্ছে দুপুর তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটেছে। গোটা এলাকায় আগুনের জন্য কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ঘটনার খবর পেয়ে সেরাম ইনস্টিটিউটের সামনে পৌঁছে গিয়েছিল দমকলের ১০ টি ইঞ্জিন। তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণে কাজে লেগে পড়েছিল। প্রাথমিক অনুমান অনুযায়ী রাসায়নিক পদার্থে আগুন লাগায় এত ধোয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুনের সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা টুইটে জানিয়েছিলেন, দুর্ঘটনা খবর আমরা জানতে পেরেছি। জানা যাচ্ছে, কয়েকজনের প্রাণহানি হয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Advertisement

Advertisement
Advertisement

এখন অব্দি সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড সরবরাহ করছে এই সেরাম ইনস্টিটিউট। তাদের পুনের এই ভবন থেকে গোটা দেশে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে সেরামে প্রচুর পরিমাণে করোনার টিকা মজুদ করা আছে। তাই সেখানে আগুন লাগায় রীতিমতো উদ্বেগে ছিল গোটা দেশবাসী। তবে এরইমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন, “যেখানে ভ্যাকসিন তৈরি কাজ চলছিল সেখানে আগুন লাগেনি। যে বিল্ডিং এ আগুন লেগেছে সেখানে বিসিজি এর ভ্যাকসিন তৈরি হয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার খবর পেয়ে দুপুর ২ টো ৪৫ মিনিটে দমকল পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর পুরোপুরিভাবে আগুন জ্বলে আগুন লাগার কারণ সম্বন্ধে তদন্ত শুরু হবে।”

Advertisement

Related Articles

Back to top button