Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank opening: সপ্তাহে এবার পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক, কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম?

আবারো সারা ভারতে ব্যাংক কর্মীদের মধ্যে শুরু হয়েছে একটা বিতর্ক। বছর কয়েক আগে থেকেই ব্যাংক কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন সপ্তাহে ৫ দিন কাজ করার সুবিধা নিয়ে। বর্তমানে ছ'দিন ধরেই সপ্তাহে…

Avatar

আবারো সারা ভারতে ব্যাংক কর্মীদের মধ্যে শুরু হয়েছে একটা বিতর্ক। বছর কয়েক আগে থেকেই ব্যাংক কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন সপ্তাহে ৫ দিন কাজ করার সুবিধা নিয়ে। বর্তমানে ছ’দিন ধরেই সপ্তাহে খোলা থাকে ব্যাংক। অন্যদিকে ছুটি থাকে সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তবে ব্যাংক কর্মীরা বহুদিন ধরেই সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি জানিয়ে আসছেন। চলতি বছর ডিসেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে খবর মিলেছিল। তবে এখনো পর্যন্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনরকম ঘোষণা আসেনি। অর্থ মন্ত্রকের তরফ থেকেও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে ধীরে ধীরে ব্যাংক কর্মীদের মধ্যে আবারো অসন্তোষ বাড়তে শুরু করেছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এই প্রস্তাবটি নিয়ে বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা ঝুলেই রয়েছে। ব্যাংক কর্মীদের দাবি যদি এই বিষয়টি দ্রুত চালু হয় তাহলে আখেরে লাভ হবে কাস্টমারদের।

ব্যাংক কর্মীরা জানাচ্ছেন, যদি এই নিয়মটা কার্যকর হয় তাহলে খুব কম সময়ে অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন সাধারণ মানুষ। এরপরে তারা প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে রাজি রয়েছেন বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যেই একাধিক বিদেশের ব্যাঙ্ক এই নিয়ম চালু করেছে। আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়াতে প্রতি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক চালু থাকে। সেই ব্যবস্থা আবারও ভারতে চালু করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ব্যাংক ইউনিয়নগুলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এতসব করেও এখনও সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই কবে থেকে এই ব্যবস্থা চালু করা হবে সেবিষয়টি বিশ বাঁও জলেই রয়েছে। এর আগে শোনা গিয়েছিল চলতি বছর থেকে এই নিয়ম চালু করা হবে। তবে সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়ে ওঠেনি। তাই এখনও নিজের মতো করেই দিন গুনছেন ব্যাঙ্ককর্মীরা।

About Author