Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্বের ৫ ধনী ব্যাক্তি, যারা নিজের সন্তানদের অবিশ্বাস্য দামী উপহার দিয়েছেন

আপনি যখন একজন ধনী ব্যাক্তি তখন এমন কোনো মূল্যবান জিনিস থাকে না, যা আপনার সন্তানকে দিতে পারবেন না। দাম তখন কোনো ব্যাপারই হয়না। শুধু তাই নয় প্রত্যেক উপহারই সংবাদমাধ্যমে প্রকাশের…

Avatar

আপনি যখন একজন ধনী ব্যাক্তি তখন এমন কোনো মূল্যবান জিনিস থাকে না, যা আপনার সন্তানকে দিতে পারবেন না। দাম তখন কোনো ব্যাপারই হয়না। শুধু তাই নয় প্রত্যেক উপহারই সংবাদমাধ্যমে প্রকাশের জন্য যথেষ্ট হয়। এমনই ৫ ধনী ব্যাক্তির নাম জানবো যারা নিজের সন্তানদের অবিশ্বাস্য দামী উপহার দিয়েছেন।

১. ডার্বির মাঠ থেকে আপনারা সকলে পুনাওয়ালাদের চিনে থাকবেন। তাদের গাড়ির গ্যারেজে রয়েছে Mercedes, Ferrari এবং Lamborghini। তবে সবচেয়ে চোখে পড়ার মতো গাড়িটি হলো Batmobile এর আদলে তৈরি Mercedes-Benz S-Class টি। জানা গেছে, ২০১৫ সালে ছেলের ষষ্ঠতম জন্মদিনে আদার পুনাওয়ালা এই গাড়িটি কিনেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. HCL এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নাদার ২০১৪ সালে একটি বড় পরিমাণ অর্থের সম্পত্তি কিনে সংবাদের শীর্ষে উঠে এসেছিলেন। পূর্ব দিল্লীর ফ্রেন্ডস কলোনী অঞ্চলে ১১৫ কোটি টাকার একটি বাড়ি কিনেছিলেন। একমাত্র সন্তান রোশনির জন্যে তিনি এটি কিনেছিলেন বলে জানা যায়।

৩. মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি ২০১৮ সালে “পিরামল” গ্রুপের উত্তরাধিকার আনন্দ পিরামলের সাথে গাঁটছড়া বেঁধেছেন। এরপর তারা বসবাসের জায়গা পরিবর্তন করে ওয়ারলিতে অবস্থিত বাংলো ‘গুলিতা’য় চলে যান। এই বাংলোটি আসলে হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ট্রেনিং সেন্টার ছিলো। ২০১২ সালে আনন্দের বাবা অজয় পিরামল এটি কিনেছিলেন। এই বাংলোটি সংস্করণ করতে খরচ হয় ৪৫০ কোটি টাকা।

৪. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, যাকে বিগত কয়েকবছরে প্রকাশিত ধনী ব্যাক্তিদের তালিকায় দেখা গেছে। তার কন্যা জেনিফার গেটস একজন প্রশিক্ষিত অশ্বারোহী। জেনিফারের কাছে
এই খেলাটির গুরুত্ব দেখে তিনি ফ্লোরিডার ওয়েলিংটনে একটি ঘোড়ার আস্তাবল কেনেন। এতে খরচ হয় ২৭৭ কোটি টাকা।

৫. মাত্র ২০ বছর বয়সে মেকআপ এবং রিয়েলিটি স্টার কাইলি জেনার জন্ম দেব স্টর্মি ওয়েবস্টারকে। সম্প্রতি তিনি মেয়ের নামে একটি গোটা কসমেটিক কালেকশন প্রকাশ করেছেন। অল্প বয়সে প্রতিষ্ঠিত কাইলি তার মেয়ের ১ম এবং ২য় জন্মদিনে প্রায় ১ লক্ষ ডলার খরচ করেছেন। এছাড়া মেয়েকে ২২ ক্যারেটের একটি হীরের আংটি উপহার দিয়েছেন, যার দাম প্রায় ১ মিলিয়ন।

About Author