আজ ৪ ঠা সেপ্টেম্বর বুধবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-মেষরাশি: আজ দ্বিমুখী আয়ের সুযোগ রয়েছে।বৃষ: প্রিয়জন থেকে আঘাত পাবেন।মিথুনরাশি: কর্ম্মে অগ্রগতি।কর্কটরাশি: বদলির সম্ভাবনা রয়েছে।সিংহরাশি: সপরিবারে ভ্রমন।কন্যারাশি: চিকিৎসা ব্যয় বৃদ্ধি হবে।তুলারাশি: ক্ষতির আশঙ্কা রয়েছে।বৃশ্চিকরাশি: জীবাণু সংক্রমণ।ধনুরাশি: সম্মান প্রাপ্তির যোগ রয়েছে।মকররাশি: সমস্যায় জর্জরিত হবেন।কুম্ভ: চাকরির সুযোগ পাবেন।মিন: অস্ত্রপাচারের সাফল্য।