Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিকাঠামো খাতে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্র, জানালেন অর্থমন্ত্রী

শনিবার চতুর্থ দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন,পরিকাঠামো খাতে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্র। ২০২০-২১ সালে সব বাণিজ্য পরিকাঠামো উন্নয়ন খাতেও ব্যয় করা হবে এই টাকা।…

Avatar

শনিবার চতুর্থ দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন,পরিকাঠামো খাতে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্র। ২০২০-২১ সালে সব বাণিজ্য পরিকাঠামো উন্নয়ন খাতেও ব্যয় করা হবে এই টাকা। বুধবার থেকে সেই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা সাংবাদিকদের সামনে তুলে ধরছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বুধবার প্রথম দফার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কর্মী ও ব্যবসায়ীদের জন্য আগামী তিন মাস ১২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করে ইপিএফ কাটা হবে। এমএসএমই-র কর্মীদের ক্ষেত্রে তাদের ইপিএফ কেন্দ্রীয় সরকার দেবে বলেও তিনি জানিয়েছিলেন। মার্চ, এপ্রিল ও মে মাসের জন্য কেন্দ্রীয় সরকার কর্মী ও নিয়োগকারী দুদিকেই ১২ শতাংশ করে ইপিএফ দিয়ে দিয়েছে। পরবর্তী তিন মাস জুন, জুলাই ও আগস্টের জন্যও এই পদ্ধতি চলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃহস্পতিবারও প্যাকেজের বিস্তারিত ঘোষণার সময় অর্থমন্ত্রী কৃষকদের আর্থিক দুরবস্থা, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যাখ্যা দিয়েছিলেন। শুক্রবার কৃষি পরিকাঠামো উন্নয়নে এক লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তৃণমূল স্তরের কৃষকদের পাশাপাশি স্টার্টআপ সেক্টর ও  রফতানি ক্ষেত্রকে অনেক এগিয়ে নিয়ে যাবে এই প্যাকেজ বলেও তিনি জানিয়েছেন।

About Author