Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনের আগে ফের রদবদল, এবার নবান্ন থেকে বদল হল WBCS অফিসার পদে

কলকাতা: নির্বাচনের (Election) আগে ফের রদবদল, এবার রদবদল WBCS অফিসার পদে। নির্বাচনের আগে মোট ৪৭ জন WBCS অফিসারকে বদল করল রাজ্য সরকার (State Govt)। জানা গেছে, তাঁদের মধ্যে ২৩ জন…

Avatar

কলকাতা: নির্বাচনের (Election) আগে ফের রদবদল, এবার রদবদল WBCS অফিসার পদে। নির্বাচনের আগে মোট ৪৭ জন WBCS অফিসারকে বদল করল রাজ্য সরকার (State Govt)। জানা গেছে, তাঁদের মধ্যে ২৩ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ২৪ জন বিডিও। এই বদলির তালিকার মধ্যে রয়েছে, নন্দীগ্রাম (Nandigram) ১ ও ২ নং ব্লক, খেজুরি (Khejuri) ১ ও ২ নং ব্লক, গড়বেতা (Garbeta) ১, চন্দ্রকোণা (Chandrakona) ২, হুগলির (Hoogly) খানাকুল (Khanakul) ১, বারাকপুর (Barakpure) ১ -এর বিডিওদের নাম।

সুত্র অনুযায়ী, ভোটের দিন ঘোষণার পর রদবদলে আরও কিছু চমক সামনে আসবে। পুলিশ প্রশাসনে আরও বেশ কিছু বদল আনবে নির্বাচন কমিশন। সম্প্রতি বদল করা হয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে। পাশাপাশি বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নবান্নের তরফে জানানো হয়েছে, দির্ঘ কয়েক বছর এক জায়গার দায়িত্বে থাকার কারনেই ভোটের আগে পুলিশ ও প্রশাসনের আধিকারিক পদে এই বদল আনা হচ্ছে। নন্দীগ্রাম ও গড়বেতায় এহেন রদবদল যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

About Author