Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের ৬ টি শহরে করোনা সংক্রমণ সবথেকে বেশি, বাড়ছে উদ্বেগ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে ভারতে মোট করোনা আক্রান্তের ৪৫ শতাংশই পাওয়া গেছে ৬ টি শহর থেকে। ২ এপ্রিল পর্যন্ত প্রায় ২১১টি জেলায় এই করোনা সংক্রমণ আটকে ছিল। এবার…

Avatar

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে ভারতে মোট করোনা আক্রান্তের ৪৫ শতাংশই পাওয়া গেছে ৬ টি শহর থেকে। ২ এপ্রিল পর্যন্ত প্রায় ২১১টি জেলায় এই করোনা সংক্রমণ আটকে ছিল। এবার এই সংক্রমণ ২১১ টি জেলা থেকে বেড়ে ৪৩০ টি জেলায় ছড়িয়ে পড়েছে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২০ হাজারের বেশি জন বর্তমানে করোনা আক্রান্ত হয়েছেন।

যে ছয়টি শহরে করোনা সংক্রমণ বেশি, সেগুলি হল- মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, ইন্দোর, পুনে ও জয়পুর। শুধুমাত্র মুম্বাইতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। এছাড়া অন্যন্য শহরগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের মোট আক্রান্তের ৬০ শতাংশ হয়েছে ৫ টি রাজ্যের থেকে। এই ৫ টি রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান ও তামিলনাড়ু। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গুজরাট ও দিল্লিতে ২হাজারের বেশি আক্রান্ত। আর রাজস্থান ও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান যে লকডাউনের আগে যেই সংক্রমণ হতে সময় লাগত ৩.৪ দিন,  লকডাউনের পর সেই সংক্রমণ দ্বিগুন হতে সময় লাগছে ৭.৫ দিন। দেশের সব জায়গাতে সমানভাবে করোনা সংক্রমণ হচ্ছে না, ফলে ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

About Author