Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রানাঘাটের ৪০০ বছরের পুরাতন জাগ্রত শীতলা মায়ের পুজো

মলয় দে, নদীয়া: নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পুরাতন বাজারের প্রাচীন ও ঐতিহ্য শ্রী শ্রী শীতলা মায়ের পুজো আনুমানিক ৪০০ বছরের পুরোনো। আগে বট বৃক্ষের সামনে দিয়ে গঙ্গা নদী…

Avatar

মলয় দে, নদীয়া: নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পুরাতন বাজারের প্রাচীন ও ঐতিহ্য শ্রী শ্রী শীতলা মায়ের পুজো আনুমানিক ৪০০ বছরের পুরোনো। আগে বট বৃক্ষের সামনে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত ছিল এখন গঙ্গা ৭কিলোমিটার দূরে তারাপুরে অবস্থান করছে।মা খুবই জাগ্রত দেবী বট বৃক্ষে আসীন। মায়ের বিভিন্ন সৃষ্টি ও আবিষ্কারের বিভিন্ন মতবাদ আছে। এখানে আগে একজন বিহারী সাধুঁ থাকত তিনি স্বপ্নাদেশ পেয়েছিল মায়েরা ৭ বোন মায়েরা এই বট বৃক্ষে অবস্থান করে আছেন আজও সাধারণ মানুষের ধারণা। এই খানে ৫৩ বছর ধরে মায়ের পুজোর দিন ধরে হরিনাম সংকীর্তন প্রতোক বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবছর সাড়ম্বরে মায়ের পুজোর আরাধনা চলছে। এই পুজোটা খুব আরম্ভর পূর্ণ জাঁকজমক সহকারে মায়ের পুজো হয়।পুজোর আগেরদিন অধিবাস পুজোর দিন ভোরবেলা মাকে ১০৮ কলশি গঙ্গার জল দিয়ে মাকে স্নান করানো হয়।পুজোর দিন দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে। ১০ দিন ব্যাপী এই উৎসব টা হয় পুজোর আগের দিন থেকে শুরু করে। ৬ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ২ দিন অষ্টকালীন লীলা কীর্তন ও শেষের দিন কুঞ্জভঙ্গ ও মহোৎসব হয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
About Author