এই বাচ্চা মেয়েটির নাম এসথার হনমতে (Esther Hnamte)৷ তাঁর গলায় শোনা গিয়েছে ‘বন্দেমাতরম’ গান। ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয় এই গান। সেই ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এই গান অন্তর্ভুক্ত হয় বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’ এ।Adorable and admirable! Proud of Esther Hnamte for this rendition. https://t.co/wQjiK3NOY0
— Narendra Modi (@narendramodi) October 31, 2020
৪ বছরের শিশুর গলায় ‘বন্দেমাতরম’ গানের ভিডিও শেয়ার করলেন স্বয়ং প্রধানমন্ত্রী
৪ বছর বয়সী মিজোরামের এক বাচ্চা মেয়ের গান শেয়ার করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধো আধো কথায় 'বন্দেমাতরম' গান গেয়েছিলেন এই খুদে। সেই ভিডিও শেয়ার করেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। পরবর্তীতে এই…

আরও পড়ুন