Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাশ্মীরে তুষার ধস, তিন জওয়ান সহ পাঁচ স্থানীয় বাসিন্দার মৃত্যু

পরপর দুদিন তুষার ধসের ফলে এখনো পর্যন্ত কাশ্মীরে মৃতের সংখ্যা ৮ জন। গতকালের পর আবার মঙ্গলবার তুষার ধসে জম্মু-কাশ্মীরের ৩ সেনা জওয়ানের মৃত্যু হল। সেনাদলের ৫ জওয়ানের মধ্যে তিনজনের মৃত্যু…

Avatar

পরপর দুদিন তুষার ধসের ফলে এখনো পর্যন্ত কাশ্মীরে মৃতের সংখ্যা ৮ জন। গতকালের পর আবার মঙ্গলবার তুষার ধসে জম্মু-কাশ্মীরের ৩ সেনা জওয়ানের মৃত্যু হল। সেনাদলের ৫ জওয়ানের মধ্যে তিনজনের মৃত্যু হওয়ার পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছেন, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি, ঘটনাস্থলে তল্লাশি চলছে।

সেনাদলের ৫ জওয়ান মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখার কাছে কাশ্মীরের মাচিল সেক্টরে টহলদারির সময় হঠাৎই তুষারধসের নিচে চাপা পড়ে। ৫ জন জওয়ানের মধ্যে মৃত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত জওয়ান স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দাম বাড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর, মাথায় হাত মধ্যবিত্তদের

গতকাল অর্থাৎ সোমবার রাতে গন্ডেরবাল জেলার গগনগির গ্রামে তুষারধসের নিচে চাপা পড়ে যাওয়া পাঁচ বাসিন্দার মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ। সোমবার রাতে পাকদন্ডি পথ দিয়ে যাওয়ার সময় তুষারধসের কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বাসিন্দার।

About Author