ভারতে যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের করোনার হার। কিন্তু এর মাঝেই এবার বিপদে পড়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা। জানা গিয়েছে চিকিৎসার মাঝেই করোনার কবলে পড়েছেন ৩৮ জন চিকিৎসক। অবশ্য তার মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক।
এর পাশাপাশি আক্রান্ত ১২ জন শিক্ষক চিকিৎসকও। জানা গিয়েছে এই ৩৮ জন ছাড়াও আরো অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু তা এখনো বোঝা সম্ভব হচ্ছেনা, তাই পরীক্ষা করানো দরকার। তবে এই বিপদে পড়ে এবার স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে চিকিৎসক চেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, ”পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এখনই দরকার চিকিৎসক। শীঘ্রই চিকিৎসকদের পাঠানো হোক।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু প্রশ্ন হচ্ছে কত দিন সময় লাগবে এই সাহায্য পেতে তা এখনো বলা মুশকিল। আগের থেকে আরো বাড়ছে করোনা সংক্রমণ। উৎসবের মরশুম এগিয়ে আসতেই লাফিয়ে বাড়ছে করোনার হার। কোনোভাবেই করোনায় রাশ টানা যাচ্ছে না। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের। ভারতে দৈনিক সংক্রমণ ৭২,০৯৯।
এর ফলে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬৭ লক্ষ। তবে এর মাঝেই খুশির খবর হল আগের থেকে রোজ বাড়ছে সুস্থতার হার। বিগত এক দিনে ৮২,০০০ এরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি।