Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একটানা ৩৬ ঘন্টা ধরে তুষারপাত, কাশ্মীরে ক্ষতিগ্রস্ত প্রচুর আপেল

শ্রেয়া চ্যাটার্জি : স্বপ্ননগরী কাশ্মীর। শীতকালের সাদা বরফের প্রলেপ যেন শহর টিকে এক অনন্য সুন্দর করে তোলে। সাধে কি আর অঞ্চল টির নাম হয়েছে ভূস্বর্গ? সত্যি যেন স্বর্গের এক টুকরো…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : স্বপ্ননগরী কাশ্মীর। শীতকালের সাদা বরফের প্রলেপ যেন শহর টিকে এক অনন্য সুন্দর করে তোলে। সাধে কি আর অঞ্চল টির নাম হয়েছে ভূস্বর্গ? সত্যি যেন স্বর্গের এক টুকরো অংশ এই কাশ্মীরে তৈরি হয়েছে।

সাদা বরফের সাথে সাথে কাশ্মীরের আরেকটি আকর্ষণ হলো আপেল। কাশ্মীরি আপেল জগৎবিখ্যাত। গাছে গাছে শীতকালেই বেশ ফল ধরে। কিন্তু এই বছর তুষারপাতের কারণে একটু সমস্যায় পড়েছে কাশ্মীরবাসী। টানা ৩৬ ঘণ্টা এক নাগাড়ে তুষারপাত হওয়ার ফলেই মরসুমের প্রথমেই আপেল গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড ঠান্ডাতেই আপেল হয় একথা ঠিকই কিন্তু এতটা ঠাণ্ডা হয়তো মরসুমের প্রথম এই গাছগুলি নিতে পারেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author