আজ ৩১শে মে রবিবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।মেষঃ আজ আপনার কর্মক্ষেত্রে বিশেষ ভালো কাটবে। কর্মে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।বৃষঃ নিজের করা কোনো কাজের জন্য আজ অনুতপ্ত হতে পারেন। তবে হতাশ না হয়ে সেটি শুধরে নেওয়ার চেষ্টা করুন।মিথুনঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। ব্যাক্তিত্বের বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে।কর্কটঃ কোনো কারণে আজ বিষন্নতার শিকার হতে পারেন। কাছের মানুষের কাছে সমস্যার কথা বলে সমাধানের চেষ্টা করুন।সিংহঃ আজ আপনার পুরনো কোনো শত্রুর সঙ্গে সমঝোতা হতে পারে। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।কন্যাঃ আজ আপনি কোনো কারণে অপমানিত বোধ করতে পারেন। হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।তুলাঃ আজ আপনার কর্মে অসন্তোষ দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন।বৃশ্চিকঃ আজকের দিনটি শারীরিক দিক দিয়ে আপনার খুবই ভালো কাটবে। আরোগ্যলাভ করতে পারেন।ধনুঃ আজ শরীরের প্রতি যত্নশীল হতে পারেন। যোগাভ্যাস করার সম্ভাবনা তৈরি হবে।মকরঃ আজ হঠাৎ করে কিছু দ্রব্যাদি লাভ করতে পারেন। ফলে মানসিক দিক দিয়ে ভালো কাটার সম্ভাবনা রয়েছে।কুম্ভঃ অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার ভালো যাবে। সঞ্চয়ের চিন্তা করতে পারেন।মীনঃ আজকের দিনটি আপনার পারিবারিক দিক থেকে খুবই শুভ। কাছের মানুষের থেকে সুপরামর্শ লাভ করতে পারেন।