আজ ৩০শে মে, শনিবার। নিজের রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।মেষঃ আজ আপনার দ্বিচক্রযানে বিপদের সম্ভাবনা রয়েছে। দ্বিচক্র বিশিষ্ট যানবাহন এড়িয়ে চলা চেষ্টা করুন।বৃষঃ আজকের দিনটি আপনার পারিবারিক দিক দিয়ে খুবই ভালো কাটবে। সপরিবারে সময় কাটাতে পারেন।মিথুনঃ আপনার আজ সঙ্গীতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মানসিক দিক দিয়ে অনেকটাই ভালো কাটবে।কর্কটঃ প্রেমের দিক থেকে আজ আপনার বিঘ্ন ঘটতে পারে। তবে হতাশ না হয়ে সমাধানের চেষ্টা করুন।সিংহঃ আজ নিজের করা কোনো কাজের জন্য মানসিক তৃপ্তি লাভ করতে পারেন। সবমিলিয়ে ভালো কাটবে।কন্যাঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা রয়েছে।তুলাঃ হঠাৎ করে আজ আপনি ক্রোধান্বিত হয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন।বৃশ্চিকঃ আজ আপনি আপনার কর্মে খ্যাতি লাভ করতে পারেন। মানসিক দিক থেকে খুবই ভালো কাটতে পারে।ধনুঃ আজ আপনার শারীরিক দিক দিয়ে ভালো কাটবে না। জীবানু সংক্রমণ ঘটার আশঙ্কা দেখা দিতে পারে।মকরঃ যারা চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো যাবে। সাফল্য লাভ করতে পারেন।কুম্ভঃ আজকের দিনটি আপনার ভালোই কাটবে। বিবাহের জন্য যোগাযোগ ঘটতে পারে।মীনঃ হঠাৎ কোনো শুভ সংবাদ লাভ করার সম্ভাবনা রয়েছে আজ। সবমিলিয়ে বেশ ভালোই কাটবে।