Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চেন্নাই সুপার কিংসের এই খেলোয়াড়কে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেবেন না ধোনি, পুরো সিজন কাটাবেন বেঞ্চে বসে

গতকাল আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস নিজেদের জার্সি প্রকাশ্যে এনেছে। আইপিএল ২০২২ নিয়ে ক্রিকেট ভক্তদের এবং সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে। আগামী শনিবার, অর্থাৎ ২৬ মার্চ…

Avatar

গতকাল আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস নিজেদের জার্সি প্রকাশ্যে এনেছে। আইপিএল ২০২২ নিয়ে ক্রিকেট ভক্তদের এবং সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে। আগামী শনিবার, অর্থাৎ ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫ তম মরশুমের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। তাই নিঃসন্দেহে আইপিএলের প্রথম ম্যাচে যে ফাইনালের স্বাদ গ্রহণ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা সে কথা বলে দিতে হয় না।

আইপিএলের অন্যতম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মেগা নিলাম থেকে তাদের দলে একাধিক খেলোয়াড়কে যুক্ত করেছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা সেই খেলোয়াড় সম্পর্কে কথা বলব, যে আইপিএলের এই পুরো মরশুমে চেন্নাইয়ের প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারে। এমনকি পুরো আসর এই খেলোয়াড়দের বেঞ্চে বসে সন্তুষ্ট থাকতে হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মেগা নিলামে কেনা ৩২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান পেস বোলার ডোয়াইন প্রিটোরিয়াস, যিনি চেন্নাই সুপার কিংস কিংবদন্তি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বদলি হিসেবে দলে যোগদান করেছিলেন। তাকে কেনার কারণ ছিল ব্রাভোর সঙ্গে ফিটনেস নিয়ে সমস্যা। এর জন্য প্রথম ম্যাচে ব্রাভোকে নাও খেলার সম্ভাবনা আছে। তবে ব্রাভো ছাড়াও দলে আছেন সিনিয়র ও অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার ক্রিস জর্ডান। এ কারণে পুরো মৌসুমে সুযোগ নাও পেতে পারেন প্রিটোরিয়াস।

About Author