Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই তিন ক্রিকেটার ২০২০ তে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছে

২০১৯ সালে ১০ জন ভারতীয় খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে আত্মপ্রকাশ করেছে। একদম শেষ মুহূর্তে এসে টেস্ট ক্রিকেটে শাহবাজ নাদিম ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ এ ভারতের এক দিনের দলে…

Avatar

২০১৯ সালে ১০ জন ভারতীয় খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে আত্মপ্রকাশ করেছে। একদম শেষ মুহূর্তে এসে টেস্ট ক্রিকেটে শাহবাজ নাদিম ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ এ ভারতের এক দিনের দলে অভিষেক হয়েছে মহম্মদ সিরাজ, বিজয় শঙ্কর, শুভমন গিল, শিবম দুবে ও নবদীপ সাইনির। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে মায়াঙ্ক মারকন্ডে, শিবম দুবে, রাহুল চাহার ও নবদীপ সাইনির।

কয়েকজন খেলোয়াড় ২০১৯ এ খুব কাছাকাছি এসেও ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেননি কিন্তু তারা ২০২০ তে ভারতের হয়ে অভিষেক করতে পারেন। দেখে নেওয়া যাক কে কে আছেন এই তালিকায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি

শুভমন গিল
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি শুভমন গিলের। মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মা দুর্দান্ত প্রদর্শন করায় সুযোগ হয়ে ওঠেনি তার। ২০২০ তে নিউজিল্যান্ড সফরের জন্য তৃতীয় ওপেনারের দৌড়ে পৃথ্বী শ এর আগে রয়েছে শুভমন গিল এর নাম।

কৃষ্ণাপ্পা গৌথাম
২০২০ তে ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে পারেন কর্নাটকের স্পিন বোলিং অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌথাম। রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টিতে সেভাবে প্রদর্শন করতে পারেননি এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং নিয়ে সর্বদাই প্রশ্নচিহ্ন রয়েছে। তাই কৃষ্ণাপ্পা গৌথাম এর মত একজন বিস্ফোরক ব্যাটিং করতে পারা স্পিন বোলিং অলরাউন্ডার এর অত্যন্ত প্রয়োজন ভারতীয় টি-টোয়েন্টি দলে।

ঈশান পোড়েল
বাংলার এই পেস বোলার গত কয়েক বছর ভারতীয়-এ দলের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন করে চলেছেন। ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার চোট পাওয়ায় পোড়েল এর ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। খুব শীঘ্রই হয়তো তিনি ভারতীয় দলে ডাক পেতে চলেছেন।

About Author