Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নবান্নের কথা অমান্য করে নাড্ডার নিরাপত্তায় থাকা ৩ IPS অফিসারের নতুন পোস্টিং দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

কিছুদিন আগে বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার বাংলা সফরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার এর জনসভা করতে যাওয়ার পথে বিক্ষোভকারীরা তার কনভয় লক্ষ্য করে ইট পাথর ছুড়ে…

Avatar

কিছুদিন আগে বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার বাংলা সফরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার এর জনসভা করতে যাওয়ার পথে বিক্ষোভকারীরা তার কনভয় লক্ষ্য করে ইট পাথর ছুড়ে হামলা চালায়। বিজেপি এই ঘটনার দায় তৃণমূল গুন্ডাবাহিনীদের ওপর দেয়। এই ঘটনায় বিশেষ দৃষ্টি দিয়েছিল কেন্দ্র সরকারও। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে দিল্লিতে তলব করেছিল। এছাড়াও নাড্ডার নিরাপত্তায় থাকা রাজ্যের ৩ আইপিএস অফিসারকে ডেপুটেশন চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র।

নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের ৩ আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হয়েছিল। এই তিন আইপিএস অফিসার হলেন ডায়মন্ড হারবারে পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, দক্ষিণবঙ্গের এডিজি রাজিব মিশ্র এবং প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি প্রবীণ ত্রিপাঠি। তবে রাজ্য এই তিন আইপিএস অফিসারের সেন্ট্রাল ডেপুটেশনের নির্দেশ মানতে নারাজ ছিলেন। রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে স্পষ্ট চিঠি দিয়ে জানানো হয়েছিল, “রাজ্যের তিন আইপিএস অফিসারকে এখন কেন্দ্রে পাঠানো সম্ভব নয়। রাজ্যে আইপিএস ও আইএএস অফিসারের সংখ্যা কম আছে। হঠাৎ করে কেন্দ্র ৩ অফিসারকে রিলিজ করতে বললেই করা যাবে না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় সাংবাদিকদের বলেছিলেন, “বিধানগুলি বেশ স্পষ্ট। আইএএস বা আইপিএস আধিকারিকদের সংবিধানের ৩১২ অনুচ্ছেদ দ্বারা পরিচালনা করা হয়। তারা নির্বাচিত হওয়ার পর তাদের নির্দিষ্ট রাজ্যে পদ দেওয়া হয়। তারা রাজ্যের ক্যাডার হয়। ডেপুটেশন দিয়ে তারা কেন্দ্রে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের সাথে আলোচনা করতে হয় কেন্দ্রকে। এক্ষেত্রে রাজ্য ওই তিন আইপিএস অফিসারকে এখন ছাড়বে না।”

অবশ্য এবার নবান্নের আপত্তি মানলো না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারা রাজ্যের ৩ আইপিএস অফিসার কে নতুন পোস্টিং দিল। রাজিব মিশ্রকে ITBP তে পাঠানো হয়েছে। প্রবীণ ত্রিপাঠি পোস্টিং হয়েছে SSB তে। আর ভোলানাথ পান্ডে গেছেন KBPRD তে। এই তিন অফিসারের নতুন পোস্টিং ৫ বছরের জন্য করা হয়েছে।

About Author