Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর! আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপর ৩ ঘন্টা সময় কম লাগবে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কয়েকটি এক্সপ্রেস ট্রেন। বাঙালির পাহাড় ভ্রমণ মানেই উত্তরবঙ্গ। এছাড়া নিত্যপ্রয়োজনীয় কাজে অনেককেই উত্তরবঙ্গের পথে পাড়ি দিতে হয়। তাই সর্বদাই ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা…

Avatar

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কয়েকটি এক্সপ্রেস ট্রেন। বাঙালির পাহাড় ভ্রমণ মানেই উত্তরবঙ্গ। এছাড়া নিত্যপ্রয়োজনীয় কাজে অনেককেই উত্তরবঙ্গের পথে পাড়ি দিতে হয়। তাই সর্বদাই ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকে এই রুটে। শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য সময় লাগে প্রায় ১২ ঘন্টার কাছাকাছি। তবে এবার সেই সময় অনেকটাই কম লাগতে পারে বলে জানানো হয়েছে। কয়েক মাসের মধ্যেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে রেল সফরের সময় অন্তত তিন ঘন্টা কমতে পারে। আপামর বাঙালির কাছে যে এটি বিশাল সুখবর, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রেল সফরের সময় অন্তত তিন ঘন্টা কমতে পারে। মুর্শিদাবাদে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের বাকি অংশের কাজ দ্রুত শুরু হবে। সেই কাজ শেষ হলেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেলপথে যোগাযোগ আরও মসৃণ হয়ে যাবে। যেহেতু বর্ধমান ঘুরে ট্রেন যেতে হবে না তাই আগের তুলনায় সময় অনেকটাই কম লাগবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে গত বছর মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ পূর্ব রেলের জিএম এর সঙ্গে একটি বৈঠক করেছিলেন ডিসেম্বরের ওই বৈঠকে বিজেপি নেতাকে ব্রিজের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে ব্রিজের কাজ শেষ করতে নামবেন রেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক হলে ২০২৩ সালের এপ্রিল মে মাসের মধ্যে এই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। এই কাজ শেষ হলে শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তরবঙ্গগামী ট্রেন বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে পৌঁছাবে উত্তরবঙ্গ। বর্ধমান না ঘুরে যাওয়ার জন্য ট্রেনটি প্রায় ১১৩ কিলোমিটার কম পথ পাড়ি দেবে।

About Author