আজ ২রা জুন, মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার শারীরিক দিক দিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে চলেছে। হঠাৎ করেই সাহিত্য চর্চার প্রতি মনোযোগ বাড়বে।
মিথুনঃ আজ আপনার পুরনো কাজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে খুবই ভালো কাটবে।
কর্কটঃ আজদের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। কর্মক্ষেত্রে সহায়তা লাভ করতে পারেন। ফলে সাফল্য লাভের সম্ভাবনা বাড়বে।
সিংহঃ আজ অলসতার কারণে প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারেন। অলসতা কাটিয়ে কাজে মনোনিবেশ করুন।
কন্যাঃ আজ কোনো কারণে মস্তকে আঘাত পেতে পারেন। সাবধানতা অবলম্বন করা একান্তই জরুরি।
তুলাঃ আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে ভালো কাটবে না। কার্যে অনীহা দেখা দিতে পারে, ফলে সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিকঃ আজ আপনার শরিকি সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।
ধনুঃ আজ আপনার মধ্যে হঠাৎ করেই কলানুরাগ দেখা দিতে পারে। সুনাম লাভ করতে পারেন এর দ্বারা।
মকরঃ যারা অভিনয় জগতের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে শুভ। কাজে উন্নতি দেখা দিতে পারে।
কুম্ভঃ আপনার কর্মে আজ বিবিধ ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
মীনঃ আজ হঠাৎ করে আপনার মধ্যে নিঃসঙ্গতা দেখা দিতে পারে। পরিবারের সাথে বেশি করে সময় কাটান।